বছরের প্রথমার্ধেই মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন গুরুগ্রহ বৃহস্পতি। বলা হচ্ছে, ১ বছর পর গুরুগ্রহ বৃহস্পতির এই বড় রাশি পরিবর্তন হতে চলেছে। যার প্রভাব ১২ রাশিতে পড়লেও, ৩ টি বিশেষ রাশিতে বেশি করে পড়তে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন বিশেষ রাশির ওপর এর প্রভাব পড়তে চলেছে।
1/5বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে বেশ কয়েকটি গ্রহ খুব শিগগিরিই নিজের রাশি পাল্টে ফেলতে চলেছেন। তারমধ্যে অন্যতম হল, গ্রহদের গুরু বৃহস্পতি। উল্লেখ্য, ১২ বছর বাদে এবার মেষ রাশিতে প্রবেশ করছেন গুরুগ্রহ বৃহস্পতি। যার প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপর পড়তে চলেছে।
2/5বছরের প্রথমার্ধেই মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন গুরুগ্রহ বৃহস্পতি। বলা হচ্ছে, ১ বছর পর গুরুগ্রহ বৃহস্পতির এই বড় রাশি পরিবর্তন হতে চলেছে। যার প্রভাব ১২ রাশিতে পড়লেও, ৩ টি বিশেষ রাশিতে বেশি করে পড়তে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন বিশেষ রাশির ওপর এর প্রভাব পড়তে চলেছে।
3/5মিথুন- বৃহস্পতির গোচর আপনাদের জন্য খুবই লাভদায়ক প্রমাণিত হতে পারে। এই সময় আপনাদের রোজগার খুব ভালো হতে চলেছে। আয়ের নতুন নতুন উৎস উঠে আসতে শুরু করছে। এই সময় ভালো লাভ হতে চলেছে আপনার অর্থভাগ্যে। মানসিক ও শারীরিক দিক থেকে উন্নতি হতে চলেছে। পুরনো বিনিয়োগ থেকে হতে পারে অর্থলাভ। ব্যবসায়ে অনেক কয়টি নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
4/5মকর- পার্থিব নানান সুখের অধিকারী হতে পারেন আপনারা। বিত্ত থেকে বহু লাভ হতে পারে। জমি ,সম্পত্তি এই সময়কালে আপনার ভাগ্যে আসতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক এই সময় ভালো হতে পারে। মায়ের মাধ্যমে পেতে পারেন ধন সম্পত্তি।
5/5তুলা- গুরুগ্রহের গোচর আপনাদের জন্য ভালো বার্তা নিয়ে আসতে পারে। বৈবাহিক জীবনে আপনাদের সম্পর্ক আরও ভালোর দিকে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে আগের থেকে। এই সময় যেকোনও জায়গায় বিনিয়োগ ভালো হবে। আর্থিক দিক থেকে আগের থেকে অনেক বেশি ভালো হবে আপনার পরিস্থিতি। (এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।) : ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)