Mangal Margi 2023 Lucky Zodiacs: কয়েকদিন পরেই মঙ্গল গ্রহ মার্গী হবেন। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহের সেনাপতি হিসেবে বিবেচনা করা হয়। সেই গ্রহ মার্গী হওয়ার ফলে কোন কোন রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে, তা দেখে নিন -
1/5আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) মার্গী হচ্ছেন মঙ্গল গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তিন মাস ধরে বক্রি অবস্থায় থাকার পর অবশেষে মার্গী হতে চলেছেন গ্রহের সেনাপতি। গত ১৬ অক্টোবর মিথুন রাশিতে প্রবেশ করেছিল মঙ্গল। তারপর ৩০ অক্টোবর বক্রি হয়েছিল। তারপর ১৩ নভেম্বর বৃষ রাশিতে ফিরে আসেন।
2/5কর্কট রাশি- মার্গী মঙ্গলের কৃপায় কর্কট রাশির জাতকদের ভাগ্যোদয় হতে চলেছে। কর্কট রাশির যে স্থানে মার্গী মঙ্গল অবস্থান করবেন, সেটিকে আয়ের যোগ হিসেবে বিবেচনা করা হয়। সেই পরিস্থিতিতে মঙ্গল মার্গী হওয়ার ফলে কর্কট রাশির জাতকদের সামনে অর্থলাভের সুযোগ বাড়বে। আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে চলেছে। ব্যবসার দিক থেকে অনুকূল সময় শুরু হবে।
3/5কন্যা রাশি- মঙ্গল মার্গী হওয়ার ফলে কন্যা রাশির জাতকরা লাভবান হবেন। জীবনের বিভিন্ন কাজে সাফল্য লাভ করবেন কন্যা রাশির জাতকরা। যদি কোনও কাজ নিয়ে দীর্ঘদিন আটকে থাকেন, মঙ্গল মার্গী হওয়ার ফলে সেই কাজ পূরণ হবে। মেজাজ ভালো থাকবে। ভাগ্যোদয় হবে কন্যা রাশির জাতকদের। দাম্পত্য জীবন সুখকর হয়ে উঠবে।
4/5ধনু রাশি- মঙ্গল মার্গী হওয়ার ফলে ধনু রাশির জাতকদের ভাগ্য ফিরে যাবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন। কেরিয়ারের দিক থেকে ভালো ফল মিলবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কেটে যাবে। পারিবারিক জীবন ভালো কাটবে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। বিদেশে যাওয়ার যোগ তৈরি হবে।
5/5কুম্ভ রাশি- মার্গী মঙ্গলের আশীর্বাদে কুম্ভ রাশির জাতকদের শুভ সময় শুরু হতে চলেছে। চাকরির ক্ষেত্রে ভালো ফল মিলবে। যে কুম্ভ রাশির জাতকরা চাকরি করেন, তাঁরা ভালো কোনও প্রস্তাব পেতে পারেন। যাঁরা ব্যবসা করেন, তাঁরা ভালো খবর পাবেন। মুনাফা বাড়বে কুম্ভ রাশির জাতকদের। পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সার্বিকভাবে জীবন সুখকর হয়ে উঠবে।