বুধের মার্গী অবস্থানের ফলে ১৬ মে থেকে সৌভাগ্যের রাস্তা খুলতে চলেছে বহু রাশির। বুধের মার্গী অবস্থানের ফলে বহু রাশির ভাগ্যে অপার ধন দৌলত, সাফল্য আসতে চলেছে। আর্থিক দিক থেকে নানান দুশ্চিন্তা যেমন ঘুচবে, তেমনই ভাগ্যে আসবে চমক।
1/7গ্রহদের দুনিয়ায় বুধকে রাজকুমার বলা হয়। সেই বুধই এবার মার্গী অবস্থানে। ব্যবসা, অঙ্ক, তর্ক শাস্ত্র, সংবাদের কারক হচ্ছেন বুধ। সোমবার ১৫ মে রাত ৮ টা ৩০ মিনিটে মার্গী অবস্থানে যাচ্ছেন বুধ। যার ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন।
2/7বুধের মার্গী অবস্থানের ফলে ১৬ মে থেকে সৌভাগ্যের রাস্তা খুলতে চলেছে বহু রাশির। বুধের মার্গী অবস্থানের ফলে বহু রাশির ভাগ্যে অপার ধন দৌলত, সাফল্য আসতে চলেছে। আর্থিক দিক থেকে নানান দুশ্চিন্তা যেমন ঘুচবে, তেমনই ভাগ্যে আসবে চমক।
3/7মিথুন- চাকরিরতদের কেরিয়ারের সাফল্য আকাশ ছুঁতে চলেছে। কোনও বড় আধিকারিকদের সঙ্গে দেখা হবে আপনার। যাঁরা আপনার কেরিয়ারের ভবিষ্যৎ পাল্টে দেবেন। বেতনে পেতে পারেন বোনাস। আটকে থাকা টাকা পেয়ে যাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালোর দিকে যাবে।
4/7সিংহ- আর্থিক অবস্থা আগের থেকে মজবুত হবে। ব্যবসায়ে পাবেন সাফল্য। ধার্মিক নানান কাজে পাবেন অপার সাফল্য। বিদেশে কোনও দারুন ভালো চাকরি পেয়ে যেতে পারেন এই সময়।
6/7কন্যা- পৈতৃক কোনও সম্পত্তি এই সময় পেতে পারেন আপনি। কেরিয়ারের দিক থেকে পেতে পারেন চাকরি বা প্রমোশন। আটকে থাকা টাকা পাবেন ফেরত।
7/7ধনু- বুধের মার্গী চাল ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দারুন শুভ হবে। কোনও প্রজেক্টে দারুন ভালো কাজ করতে পারবেন আপনি। আপনার কেরিয়ারে উত্তোরোত্তর বৃদ্ধির সুযোগ আসবে। ব্যবসায় প্রভাবশালীদের সঙ্গে হবে সাক্ষাৎ। কথায় বার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে। (ডিসক্লেমার: এই তথ্য মান্যতাধর্মী। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)