জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, একইসঙ্গে পাঁচটি রাশিতে প্রভাব বিস্তার করেন শনি। তার মধ্যে তিনটি রাশির উপর শনির সাড়েসাতি হয়। বাকি দুই রাশিতে শনির ঢাইয়া চলতে থাকে। একটি রাশি থেকে অপর রাশিতে যেতে শনির প্রায় আড়াই বছর লাগে। জ্যোতিষ মতে, সব গ্রহের মধ্যেই সবথেকে ঢিমেগতিতে চলাচল করেন শনি। তার ফলে যে কোনও রাশির উপর শনির প্রভাব সবথেকে বেশি হয়।
এই রাশিগুলির উপর আছে শনির নজর
আপাতত ধনু, মকর এবং কুম্ভ রাশির জাতকদের উপর শনির সাড়েসাতি চলছে। শনির সাড়েসাতির তিনটি পর্যায় আছে। ধনু রাশির জাতকদের উপর চলছে শনির সাড়েসাড়ির শেষ পর্যায়। মকর রাশির জাতকদের উপর দ্বিতীয় এবং কুম্ভ রাশির জাতকদের উপর শনির সাড়েসাতির প্রথম পর্যায় চলছে।
কোন রাশির জাতকরা শনির প্রকোপ থেকে মুক্তি পাবেন?
শনির রাশি পরিবর্তনের কারণে কয়েকটি রাশির জাতক ঢাইয়া এবং সাড়েসাড়ি থেকে মুক্তি পাবেন। আগামী বছর ২২ এপ্রিল শনির রাশি পরিবর্তন হবে। তখন মকর থেকে বেরিয়ে থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শনি। সেই রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতকদের উপর থেকে শনির সাড়েসাতির প্রভাব কেটে যাবে। মিথুন ও তুলা রাশির জাতকরা শনি ঢাইয়া থেকে মুক্তি পারেন। কর্মজীবনে অগ্রগতি এবং আর্থিক অবস্থার উন্নতি হতে পারে এই তিন রাশির জাতকদের।
এই রাশির জাতকদের উপর শুরু হবে শনির সাড়েসাতি ও ঢাইয়া
শনিরা রাশি পরিবর্তনের ফলে মীন রাশির জাতকদের উপর সাড়েসাতি এবং কর্কট ও বৃশ্চিক রাশির জাতকদের উপর শনির ঢাইয়া শুরু হবে।