Lucky Zodiacs from Makar Sankranti 2023: মকর সংক্রান্তিতে সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে। মকর রাশিতে প্রবেশ করবেন গ্রহের রাজা সূর্য। তাতে একাধিক রাশির জাতকদের উপর অর্থবর্ষণ হবে। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5আগামী শনিবার (১৪ জানুয়ারি) রাশি পরিবর্তন চলেছেন সূর্য। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেদিন মকর রাশিতে প্রবেশ করবেন। অর্থাৎ মকর সংক্রান্তিতে মকর রাশিতেই গোচর হবে সূর্যের। তার ফলে কয়েকটি রাশির জাতকদের উপর সূর্যের আশীর্বাদ থাকবে।
2/5মেষ রাশি- মকর রাশিতে সূর্যের প্রবেশের ফলে মেষ রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। কেরিয়ারের দিক থেকে সাফল্য মিলবে। মনে ইতিবাচক চিন্তাভাবনা থাকবে। সাফল্য লাভ করবেন। যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁরা সুখবর পাবেন। তাঁদের সমস্যা কেটে যাবে। প্রেমের সম্পর্কে মাধুর্য আসবে।
3/5মিথুন রাশি- মিথুন রাশির যে স্থানে সূর্যের গোচর হবে, সেই স্থান সুখ-সমৃদ্ধির যোগ হিসেবে পরিচিত। সূর্যের গোচরের ফলে মিথুন রাশির জাতকরা লাভবান হবেন। তাঁদের পারিবারিক জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বাড়বে মান-সম্মান। কোনও অসুস্থতা থাকলে তা থেকে মুক্তি মিলবে।
4/5কর্কট রাশি- সূর্যের রাশি পরিবর্তনের ফলে শুভ খবর লাভ করবেন কর্কট রাশির জাতকরা। সূর্যের কৃপায় কর্কট রাশির জাতকরা অর্থলাভ করবেন। অর্থের কোনও অভাব হবে না। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় খুব ভালো কাটবে। আপনার পরিচিতি বাড়বে।
5/5মীন রাশি- সূর্যের রাশি পরিবর্তনের ফলে মীন রাশির জাতকদের উপর শুভ প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ তৈরি হচ্ছে। যে নয়া কাজ শুরু করবেন, তাতেই সাফল্য লাভ করবেন মীন রাশির জাতকরা। সূর্যের আশীর্বাদে আটকে থাকা কাজ পূরণ হবে।