Unlucky Zodiacs ahead of salary hike: মার্চ ও এপ্রিল - চাকরিজীবীদের জন্য এই দুটো মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এবার মঙ্গলের কুনজরে ওই সময়টা অত্যন্ত সতর্ক থাকতে হবে একাধিক রাশির জাতকদের। একটু এদিক-ওদিক হলেই বেতন বৃদ্ধির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কাদের সতর্ক থাকতে হবে, তা দেখে নিন-
1/5জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়। তবে মঙ্গলের গোচরের ফলে যে সব রাশির উপর শুভ প্রভাব পড়ে, তেমনটা নয় মোটেও। কয়েকটি রাশির জাতকদের উপর মঙ্গলের কৃপা পড়ে না। তেমনই এবার মিথুন রাশিতে মঙ্গলের গোচরের ফলে কয়েকটি রাশির জাতকদের উপর বিশেষভাবে নেতিবাচক প্রভাব পড়ছে। যে প্রভাব আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে।
2/5কর্কট রাশি- মিথুন রাশিতে মঙ্গল গ্রহের গোচরের ফলে কর্কট রাশির জাতকদের জীবনে তেমন শুভ প্রভাব পড়বে না। অ্যাপ্রাইজালের ঠিক আগে চাকরিতে অত্যন্ত সতর্কভাবে পা ফেলতে হবে। পেশাদারি জীবনে সতর্ক না থাকলে বেতন বৃদ্ধি ধাক্কা খেতে হবে। এই সময় গ্রহের অবস্থান অনুকূল থাকবে না। কিছুটা আত্মবিশ্বাসের অভাব হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির যে স্থানে মঙ্গলের গোচর হয়েছে, তাতে কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এমন কোনও কাজ করতে পারেন, যা থেকে পরবর্তীতে সমস্যা তৈরির সম্ভাবনা আছে। অন্য লোকজন আপনার উপর চটে যেতে পারেন। স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিতে হবে।
4/5ধনু রাশি- ধনু রাশির সপ্তম স্থানে মঙ্গলের গোচর হওয়ায় গ্রহের সেনাপতি শুভ নজর থাকবে না। কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। তার জেরে বেতন বৃদ্ধির বিষয়টি ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে। কোনওরকমভাবে অসতর্ক হবেন না। তাহলে বড় সমস্যা তৈরি হতে পারে। পড়তে পারে নেতিবাচক প্রভাব।
5/5কুম্ভ রাশি- কুম্ভ রাশির পঞ্চম স্থানে মঙ্গলের গোচর হয়েছে। তার ফলে কুম্ভ রাশির জাতকদের উত্থান-পতন লেগে থাকবে। আচমকা চাকরিতে কোনও সমস্যা হতে পারে। কাজের প্রতি মনোযোগ দিতে হবে। ফাঁকি দিলেই বিপদ ঝুলতে পারে। আপাতত ব্যবসায় কোনও ঝুঁকি না নেওয়াই ভালো। সেক্ষেত্রে বড় কোনও ক্ষতি হতে পারে।