দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। এর আগে গরুর দুধে সোনা আছে বলে তিনি বাজার মাতিয়ে দিয়েছিলেন। তবে এবার আমেরিকার চন্দ্রযান নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। সেখানেও একেবারে চমকপ্রদ মন্তব্য করলেন তিনি। সেই সঙ্গেই বাংলার মুখ্যমন্ত্রীর স্পেন সফর নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ।
বৈচিতে মেরা মাটি মেরা দেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সেখানেই চন্দ্রযানের প্রসঙ্গ তুললেন দিলীপ ঘোষ। তবে ভারতের চন্দ্র অভিযানের প্রশংসায় পঞ্চমুখ তিনি। কিন্তু আমেরিকার চন্দ্র অভিযান নিয়ে তিনি বিশেষ মন্তব্য করেন।
দিলীপ ঘোষ বলেন, চন্দ্রযান নিয়ে অনেকে আলোচনা করছে, ছোটরাও জেনে গিয়েছে। অনেক দেশ পাঠিয়েছে। এখন শোনা যাচ্ছে আমেরিকা যে চন্দ্র অভিযান করেছিল সেটা পুরো ঢপবাজি ছিল। আসলে যায়নি। একটা ছবি তুলে দেখিয়ে দিয়েছে। কে গেছে কে জানে। বাকিরাও সাহস দেখাতে পারেনি। আমাদের চন্দ্রযান পৌঁছেছে, সেখান থেকে ছবি তথ্য় দিচ্ছে।
আমেরিকার চন্দ্র অভিযানকে ঘিরে সেই পুরানো বিতর্ককে যেন উসকে দিয়েছেন দিলীপ ঘোষ। আসলে চাঁদে মানুষ গিয়েছিল কি না এনিয়ে অনলাইনে ফ্যাক্ট চেক করেন অনেকেই। তবে এবার একেবারে বৈঁচির মাঠে বসে আমেরিকার চন্দ্র অভিযান নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ।
তিনি সরাসরি জানিয়ে দেন আসলে যায়নি। একটা ছবি তুলে দেখিয়ে দিয়েছে। কে গেছে কে জানে।
তবে নারদা কেলেঙ্কারিতে শুভেন্দু অধিকারীর জড়িত থাকা প্রসঙ্গে দিলীপ ঘোষ কিছুটা প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। দিলীপ বলেন, আমরা বলছি যত দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গ তথা দেশে সব তদন্ত হোক। সারদার মতো কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি টাকা লুঠ হয়েছে। তা সুদ সমেত ফেরৎ দেওয়া হোক। দোষীদের সাজা দেওয়া হোক।
দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর স্পেন সফর নিয়ে বলেন, আমি তো ভাবলাম উনি হয়তো ইন্ডিয়া জোটের লোক খুঁজতে গিয়েছেন। কারণ এখানে মোদীকে হারানোর মতো লোক খুঁজে পাচ্ছেন না। তাই শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে জোটে ডাকছেন। আরেকজন বাড়বে জোটে। স্পেনে গিয়েছেন ভালো কথা। কিন্তু পশ্চিমবঙ্গের যা দুর্দশা, আইনশৃঙ্খলা নেই। এখানে কে আসবে ব্যবসা করতে, কারখানা করতে?