বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Abhishek Banerjee: রানাঘাটে জনসভা করতে চলেছেন অভিষেক?‌ পঞ্চায়েত নির্বাচনের আগে বিশেষ জোর

Abhishek Banerjee: রানাঘাটে জনসভা করতে চলেছেন অভিষেক?‌ পঞ্চায়েত নির্বাচনের আগে বিশেষ জোর

অভিষেক বন্দ্যোপাধ্যায় (হিন্দুস্থান টাইমস)

সংসদের শীতকালীন অধিবেশনে শুরু থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিলেও মাঝে রানাঘাটে এসে সভা করবেন। একদিনের জন্য রানাঘাটে এসে জনসভা করবেন তিনি বলে সূত্রের খবর। এই জেলায় মতুয়া সম্প্রদায়ের মানুষের অধিক্য রয়েছে। আর এখন সিএএ একটা বিরাট ইস্যু। যা সামনে নিয়ে আসতে চায় বিজেপি।

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তাই এখন নানা জেলায় চষে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিরোধী দলনেতার গড় বলে পরিচিত কাঁথিতে সভা করেছেন তিনি। আবার ১৫ দিন পর সেখানে সভা করার কথা রয়েছে অভিষেকের। এছাড়া নানা জেলার নেতা–কর্মীদের তিনি নিজের ক্যামাক স্ট্রিটের অফিসে ডেকে স্ট্র‌্যাটেজি বাতলে দিয়েছেন। এমনকী নানা জেলায় তিনি গিয়েছেনও। এবার তাঁর সভা করার কথা রানাঘাটে। সব ঠিকঠাক থাকলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরবর্তী সভাস্থল হতে চলেছে নদিয়া জেলার রানাঘাট।

কবে সেখানে সভা করবেন অভিষেক?‌ সূত্রের খবর, এই নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। যার জন্য ধমক খেতে হয়েছিল সাংসদ মহুয়া মৈত্রকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দিয়েছিলেন। এবার কার উপর কোপ পড়বে তা আগাম বোঝা যাচ্ছে না। এখানেই আগামী ১৭ ডিসেম্বর জনসভা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়া এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পাখির চোখ হতে চলেছে নদিয়া জেলা। কারণ গত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা–বিধানসভাতে এখানে ভাল ফল করেছে বিজেপি। রানাঘাট লোকসভা আসন এবং বিধানসভা নির্বাচনেও ৯টি আসন পেয়েছে তাঁরা। তাই এবার তৃণমূল কংগ্রেস সব আসন নিজেদের দখলে আনতে প্রথম থেকেই উদ্যোগী হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এখানে অর্থাৎ রানাঘাটে ঝটিকা সফরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা আসছেন বলে খবর। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা বৈঠকে নবান্নে উপস্থিত হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে বৈঠক হবে। আরও কয়েকজন মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন। যদিও তার আগে আগামীকাল ৭ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশনের প্রথমদিন থেকেই সংসদে যোগ দেওয়ার কথা রয়েছে ডায়মন্ড হারবারের সংসদের।

তাহলে কেমন করে আসবেন রাণাঘাট?‌ সংসদের শীতকালীন অধিবেশনে শুরু থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিলেও মাঝে রানাঘাটে এসে সভা করবেন। একদিনের জন্য রানাঘাটে এসে জনসভা করবেন তিনি বলে সূত্রের খবর। এই জেলায় মতুয়া সম্প্রদায়ের মানুষের অধিক্য রয়েছে। আর এখন সিএএ একটা বিরাট ইস্যু। যা সামনে নিয়ে আসতে চায় বিজেপি। প্রতিরোধ গড়ে তুলতে চায় তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটেই পঞ্চায়েত নির্বাচন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বেশ তাৎপর্যপূর্ণ।

বন্ধ করুন