তৃণমূলকে অপদস্থ করতে ষড়যন্ত্র করে ব্যালট বাক্স উদ্ধারের গল্প ফাঁদছে বিরোধীরা। এমনই দাবি করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার নিজের বিধানসভা কেন্দ্র হাবরায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি। সঙ্গে বিধিবদ্ধ সতর্কতা যোগ করে মন্ত্রীমশাই বলেছেন, এটা তাঁর নিজস্ব মত। দলের মত নয়।
রবিবার হাবরায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগদেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, বিজেপি, সিপিএম, কংগ্রেস টিনের ব্যালট বাক্স বানিয়ে তার মধ্যে নিজেদের ছাপানো ব্যালট ভরে পুকুরে ফেলে দিচ্ছে। তার পর পুলিশ ডেকে পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধারের নাটক করছে। নইলে এত পুকুর থাকতে কোন পুকুরে ব্যালট বাক্স রয়েছে তা তারা জানছে কী করে? এটা আমার নিজের মত। দলের মত নয়’।
জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন, ‘পুলিশ থেকে রাজ্য নির্বাচন কমিশন সবই তো ওদের হাতে। ব্যালট বাক্স, ব্যালট আসল না নকল তা তদন্ত করাচ্ছে না কেন? চুরি করে বিরোধীদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টায় রয়েছেন মন্ত্রী।’
বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘সিপিএম – কংগ্রেসের সঙ্গে তৃণমূল জোট করেছে। এর মধ্যে আমাদের জড়াচ্ছে কেন? জোটসঙ্গীরা কী করেছে তাদের সঙ্গে আলোচনা করে জেনে নিক তৃণমূল। চোরের মায়ের বড় গলা।’
বলে রাখি, পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনার দিন থেকে রাজ্যের ইতি-উতি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হচ্ছে ব্যালট। এর পর বিভিন্ন জেলায় পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধারের পর্ব শুরু হয়। জেলেরা পুকুরে জাল ফেলতেই উঠে আসে ব্যালট বাক্স। প্রায় সব জায়গাতেই পুকুরগুলির পাশে রয়েছে ভোটগ্রহণকেন্দ্র।