বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > জোটের দখলে রইল বারাসত বার অ্যাসোসিয়েশন, আসন বাড়ায় খুশি তৃণমূলও
বারাসত বার অ্যাসোসিয়েশনের দখল রইল প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ জোটের হাতে। বারের ১৩টি আসনের মধ্যে ৭টি আসন দখল করেছে জোট। তৃণমূল পন্থীরা পেয়েছে ৬টি আসন। বিজেপির কপালে শিকে ছেঁড়েনি।
গত ৩১ জানুয়ারি বারাসত বারের ১৩টি আসনে ভোটগ্রহণ হয়। ভোট পরিচালনার জন্য গঠন করা হয়েছিল নির্বাচনী কমিটি। ভোটার ছিলেন ১৯০২ জন। ভোট পড়ে ১৫২৩টি। প্রার্থী ছিলেন ৫৩ জন। ১ – ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলে গণনা ও স্ক্রুটিনি। শনিবার বিকেলে প্রকাশিত ফলে জানা গিয়েছে প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ জোট পেয়েছে ৭টি আসন। গতবার ৮টি আসন দখল করেছিল তারা। এই নিয়ে ৪ বার বারাসত বারের দখল রইল জোটের হাতে।
বার ধরে রাখতে পেরে খুশির হাওয়া জোট শিবিরে। ওদিকে আসন বাড়ায় আশাবাদী তৃণমূলও।
বাংলার মুখ খবর