বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভাঙড়ে তৃণমূল নেতার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

ভাঙড়ে তৃণমূল নেতার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

প্রতীকি ছবি

অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, কর্মসূত্রে দীর্ঘদিন ভাঙড়ে থাকেন তিনি। সেই সুযোগে দীননাথবাবুর সঙ্গে পরিচয় হয় তাঁর। দুজনের মধ্যে ক্রমশ ঘনিষ্ঠতা বাড়তে থাকে। কিছুদিন পর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন দীননাথ। এর পর বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় নিয়ে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই তৃণমূল নেতা।

পঞ্চায়েত ভোটের মুখে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের হল ভাঙড়ের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম দীননাথ নস্কর। অভিযোগকারীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাঁকে ধর্ষণ করেছেন দীননাথ। বিয়ে করার দাবি জানালে প্রাণনাশের হুমকি দিচ্ছেন তিনি।

শনিবার ভাঙড় থানায় দীননাথবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, কর্মসূত্রে দীর্ঘদিন ভাঙড়ে থাকেন তিনি। সেই সুযোগে দীননাথবাবুর সঙ্গে পরিচয় হয় তাঁর। দুজনের মধ্যে ক্রমশ ঘনিষ্ঠতা বাড়তে থাকে। কিছুদিন পর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন দীননাথ। এর পর বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় নিয়ে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই তৃণমূল নেতা। কিন্তু কিছুদিন পর শারীরিক সম্পর্কে লিপ্ত হতে অস্বীকার করেন তিনি। তখন দীননাথবাবু তাঁর ক্ষতি দেওয়ার হুমকি দিয়ে তাঁকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এমনকী তাঁর সঙ্গে সম্পর্কের কথা কাউকে বললে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন তৃণমূল নেতা। এমনই দাবি নির্যাতিতার।

অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ভাঙড় থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, ভিত্তিহীন অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে দলেরই একাংশ এসব করাচ্ছে। যে কোনও তদন্তের মুখোমুখি হতে রাজি তিনি।

 

বন্ধ করুন