দুয়ারে সরকার কর্মসূচিতে গিয়ে বৃদ্ধের মুখে ‘চোর’ শুনে মেজাজ হারালেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বুধবার মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের করুন্নরুন গ্ৰাম পঞ্চায়েতের মান্দ্রা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ছটে। এদিন দুয়ারে সরকারের শিবির পরিদর্শন করতে গিয়ে গ্রামের এক প্রবীণ বাসিন্দা আঙ্গুল উঁচিয়ে চোর বলায় ব্যাপক অস্বস্তিতে পড়ে যান বিধায়ক। মেজাজ হারিয়ে বৃদ্ধের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।
বৃদ্ধের দাবি, দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতার আবেদন করতে এসেছিলেন তিনি। কিন্তু ক্যাম্পের কর্মীরা জানান, বার্ধক্য ভাতার আবেদন এখন করা যাবে না। শিবির থেকে ফিরে যাওয়ার পথে বিধায়কের মুখোমুখি হন বৃদ্ধ। যদিও বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে তিনি চিনতে পারেননি। না চিনেই বিধায়কের কাছে সমস্যার কথা জানান তিনি। বিধায়কও তাঁকে আবেদনের পদ্ধতি বোঝানো শুরু করে। এরই মধ্যে বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ‘চোর’ বলে ওঠেন বৃদ্ধ। বলেন, লাখ লাখ টাকা চুরি করে নিচ্ছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ। পঞ্চায়েত প্রধান ও বিধায়কের টানাপোড়েনে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এর পর নিজের পরিচয় দেন জীবনকৃষ্ণ বাবু। পালটা বৃদ্ধকে একের পর এক প্রশ্ন করতে থাকেন তিনি। পরে বৃদ্ধ জানান বিধায়ককে চিনতে পারেননি তিনি।