বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাংলাকে ৫৭২ কোটি টাকা দিচ্ছে মোদী সরকার, নয়াদিল্লিতে আন্দোলনের মুখে উদারতা

বাংলাকে ৫৭২ কোটি টাকা দিচ্ছে মোদী সরকার, নয়াদিল্লিতে আন্দোলনের মুখে উদারতা

জাতীয় সড়ক

এই সমস্যা এড়াতে জাতীয় সড়কগুলিকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। এক, স্বল্পমেয়াদি রক্ষণাবেক্ষণ। দুই, দীর্ঘমেয়াদি রক্ষণাবক্ষণ। সেই মতো ঠিকাদার সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। আর বাংলার উপরে থাকা জাতীয় সড়কগুলির হাল এখন বেহাল। এই নিয়ে রিপোর্ট জমা পড়েছে নীতীন গড়কড়ির মন্ত্রকে। এমন সিদ্ধান্ত জানতে পেরেছে রাজ্য।

একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা এবং অন্যান্য খাতে রাজ্যের ন্যায্য প্রাপ্য আটকে রেখেছে মোদী সরকার বলে অভিযোগ। আর তার জন্যই নয়াদিল্লি গিয়ে ধরনা–আন্দোলন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেখানে সব বিধায়ক, সাংসদ এবং পঞ্চায়েতের কর্তাব্যক্তিদের নিয়ে হাজির হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এই আবহে হঠাৎ জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বরাদ্দ বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের জন্য একধাক্কায় ৫৭২ কোটি টাকা বাংলাকে দিচ্ছে কেন্দ্রীয় সরকার বলে সূত্রের খবর। কেন্দ্রের এই হঠাৎ ‘উদারতা’ ভাবিয়ে তুলেছে নবান্নকে।

সদ্য বিদেশ সফর থেকে ফিরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যথেষ্ট সুনাম অর্জন করেছেন মুখ্যমন্ত্রী। বিশ্ব ব্যাঙ্ক ঋণ দেওয়া থেকে শুরু করে রাজ্যে বিদেশি লগ্নি টেনে আনার কসুর করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই কেন্দ্রীয় সরকারের এমন উদারতার নেপথ্যে নিশ্চয়ই কোনও কারণ আছে বলে মনে করা হচ্ছে। আসলে লোকসভা নির্বাচনের আগে এভাবে বাংলার ভোটারদের কাছে ‘কল্পতরু’ সাজতে চাইছে বিজেপি। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষায় বলছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮টি মিলেছিল। এবার সেখানে খুব চেষ্টা করলে মিলবে ৯টি। এটা বুঝতে পেরেই হঠাৎ দরাজ হল কেন্দ্র বলে মনে করা হচ্ছে।

এদিকে জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের কাজ হবে এই টাকায়। এতদিন এই রাস্তাগুলি টেন্ডার ডেকে মেরামত করা হতো। কিন্তু এখন জাতীয় সড়কের যা হাল তাতে সারাতেই হতো। সেখানে বারবার অনুমোদন তারপর টেন্ডার করতে গিয়ে কাজ শুরু করতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এই সমস্যা এড়াতে জাতীয় সড়কগুলিকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। এক, স্বল্পমেয়াদি রক্ষণাবেক্ষণ। দুই, দীর্ঘমেয়াদি রক্ষণাবক্ষণ। সেই মতো ঠিকাদার সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। আর বাংলার উপরে থাকা জাতীয় সড়কগুলির হাল এখন বেহাল। এই নিয়ে রিপোর্ট জমা পড়েছে নীতীন গড়কড়ির মন্ত্রকে। তারপরই এমন সিদ্ধান্ত জানতে পেরেছে রাজ্য।

আরও পড়ুন:‌ ‘‌আমি রাজনীতিই করব, বিজেপিই করব’, ৪৮ ঘণ্টায় অভিমান ভেঙে ফিরলেন প্রলয়

অন্যদিকে এই বিষয়টি নিয়ে গত ১৮ সেপ্টেম্বর চিঠি পাঠিয়েছে সড়ক পরিবহণ মন্ত্রক। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে এই খাতে বিভিন্ন রাজ্যের জন্য বরাদ্দের পরিমাণ। সেখানে রাজ্যের প্রায় ২৭৮ কিলোমিটার জাতীয় সড়ক চিহ্নিত করা হয়েছে। তার জন্য বরাদ্দ হয়েছে ৫৫৭ কোটি টাকা। এটা দীর্ঘমেয়াদির জন্য। আর স্বল্পমেয়াদি খাতে ১২২ কিমি রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ১৫ কোটি। এই বিষয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘এটা তো জলের মতো পরিষ্কার। যে রাজ্যের ন্যায্য প্রাপ্য আটকে রেখেছে সেখানে লোকসভা নির্বাচনের আগে এসব দিয়ে মানুষকে ভুল বোঝাতে চাইছে বিজেপি। কিন্তু বাংলার মানুষ যথেষ্ট সজাগ।’

বন্ধ করুন