টিকিয়াপাড়ায় পুলিশের বিরুদ্ধে হিংসার প্রতিবাদে রবিবারের শান্তিমিছিল ঘিরে উঠল প্রশ্ন। সামাজিক দূরত্ব বিধির তোয়াক্কা না করে মিছিলে হাঁটলেন অসংখ্য মানুষ।
গত মঙ্গলবার লকডাউন না মেনে টিকিয়াপাড়ায় পুলিশের উপর চড়াও হন কিছু ব্যক্তি। ঘটনায় আহত হন দুই পুলিশকর্মী এবং দুটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার জেরে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হাওড়ার পৌর কমিশনারকে সরিয়ে দেয় রাজ্য সরকার। তাঁর জায়গায় অস্থায়ী ভাবে দায়িত্ব দেওয়া হয় হাওড়ার অতিরিক্ত জেলাশাসককে।
আরও পড়ুন: আক্রান্ত প্রগতি ময়দান থানার ওসি, সস্ত্রীক ভরতি হাসপাতালে
এ দিন সেই ঘটনার প্রতিবাদে শান্তিমিছিল বের হয় টিকিয়াপাড়ায়। সেই মিছিলে অংশগ্রহণ করেন অসংখ্য মানুষ। শিকেয় ওঠে করোনা রোধে লকডাউনে আরোপিত সামাজিক দূরত্ব বিধি। গা ঘেঁষাঘেঁষি করে রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে পুলিশকর্মীদের পাশেই সাধারণ মানুষকে। অভিযোগ, মিছিলে হাঁটেন স্থানীয় তৃণমূল নেতারাও।
টি ভি চ্যানেলের সম্প্রচারে এই দৃশ্য দেখে প্রমাদ গুনেছেন চিকিৎসকরা। তাঁদের দাবি, এর জেরে রাজ্যে Covid-19 সংক্রমণ পরিস্থিতি আরও সংকটজনক হয়ে দাঁড়াতে পারে।