বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অস্ত্রসহ গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে, চক্রান্তের আশঙ্কা ISF-এর

অস্ত্রসহ গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে, চক্রান্তের আশঙ্কা ISF-এর

ধৃত আনারুল জমাদার। 

রবিবার রাতে ভাঙড় বাজারে এক যুবক সশস্ত্র অবস্থায় ঘোরাঘুরি করছে বলে পুলিশের কাছে খবর আসে। যুবক আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রি করার চেষ্টা করছে বলে জানতে পারে তারা। খবর পেয়ে তল্লাশিতে বের হন সাব ইন্সপেক্টর সেলিম রহমান মির্জা।

ভাঙড়ে প্রাক্তন সিপিএম বিধায়ক বাদল জমাদারের ছেলের কাছে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র। রবিবার ভাঙড় বাজার এলাকা থেকে বাদল জমাদারের ছেলে আনারুল জমাদারকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। তাঁর কাছে একটি ওয়ান শটার ও ৫ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।

রবিবার রাতে ভাঙড় বাজারে এক যুবক সশস্ত্র অবস্থায় ঘোরাঘুরি করছে বলে পুলিশের কাছে খবর আসে। যুবক আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রি করার চেষ্টা করছে বলে জানতে পারে তারা। খবর পেয়ে তল্লাশিতে বের হন সাব ইন্সপেক্টর সেলিম রহমান মির্জা। ভাঙড় ব্রিজের কাছ থেকে আটক করেন সন্দেহভাজন যুবককে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি। এর পর জানা যায় ধৃত যুবক বাদল জমাদারের ছেলে তথা স্থানীয় ISF কর্মী আনারুল জমাদার।

যদিও আনারুল অস্ত্র বিক্রি করতে পারে সেকথা মানতে নারাজ স্থানীয় সিপিএম নেতৃত্ব। তাদের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের রোখার জন্য পরিকল্পনামাফিক ভুয়ো মামলায় আনারুলকে গ্রেফতার করে থাকতে পারে পুলিশ। স্থানীয় ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, ‘আইন আইনের পথে চলবে। কেউ অপরাধ করলে দল তার পাশে থাকবে না। তবে যা ঘটেছে তাতে মনে হচ্ছে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে।’ তৃণমূলের দাবি, আগের মতোই ফের গুলি বন্দুকের রাজনীতি করার চেষ্টা করছে সিপিএম।

 

বন্ধ করুন