ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বানারহাটে প্রচারে ঝড় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তাঁর সঙ্গে প্রচারে ছিলেন বিজেপি প্রার্থী তাপসী রায় ও রবিবারই তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী প্রাক্তন বিধায়ক মিতালি রায়। এদিন আদিবাসী পরিবারের আতিথেয়তায় মধ্যাহ্নভোজ করেন শুভেন্দুবাবুসহ বিজেপি নেতারা।
এদিন শুভেন্দু অধিকারীর প্রচারকে ঘিরে বিজেপি কর্মীদের উন্মাদনা ছিল তুঙ্গে। এদিন বানারহাটে এক সভায় শুভেন্দুবাবু বলেন, ‘চা - বাগানের মালিকরা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দেননি। এরা প্রভিডেন্ট ফান্ডের সব টাকা বাড়ি নিয়ে পালিয়েছে। আর যাওয়ার সময় তৃণমূলকে কিছু টাকা দিয়ে গিয়েছে। চা - বাগানের মালিকদের বিরুদ্ধে ৩৪টা FIR হয়েছে। একটি ক্ষেত্রেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। করেনি কারণ, তৃণমূলের সঙ্গে মালিকদের আঁতাঁত রয়েছে। তৃণমূল চা বাগান বন্ধ করে সেই জমি প্রোমোটারদের হাতে তুলে দিচ্ছে’। এদিন শুভেন্দুবাবুর সঙ্গে দেখা যায় সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী মিতালি রায়কে। শুভেন্দুবাবুর পাশে দাঁড়িয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন তিনি।
এর পর মোগলকাটা চা বাগানের শ্রমিক দেলোথাং ওঁরাও ও মুনু ওঁরাওয়ের বাড়িতে মধ্যাহ্নভোজ করেন শুভেন্দুবাবুসহ বিরোধী নেতারা। আগামী মঙ্গলবার ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনে ত্রিমুখি প্রতিদ্বন্দিতা হতে চলেছে। এই নির্বাচনে পুলওয়ামার শহিদ জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করেছে বিজেপি।