ব্যান্ডেল কাটোয়া শাখায় বড় বিপত্তি। ছিড়ে পড়ে যায় ৩৩০০০ ভোল্টের তার। ইশ্বরবাহা এলাকার ঘটনা। বাঁশবেড়িয়া ও ব্যান্ডেলের মাঝের ঘটনা। সামগ্রিক পরিস্থিতিতে রেল চলাচল বন্ধ হয়ে যায়। আচমকা রাজ্য বিদ্যুৎ পর্যদের হাইটেনশন তার ছিঁড়ে যায় রেললাইনের উপর। এর জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। তবে অল্পের জন্য় কাটায়ো শাখার গেটম্যান সহ স্থানীয় বাসিন্দারা বেঁচে গিয়েছেন। সোমবার রাতের এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঠিক কী হয়েছিল ঘটনাটি?
স্থানীয় সূত্রে খবর, আচমকাই তার ছিঁড়ে পড়ে। এর জেরে চরম আতঙ্ক ছড়ায়। তবে ঘটনার খবর পেয়ে লোকজন জড়ো হয়ে যায়। পুলিশও এলাকায় যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকা থেকে ভিড় সরানোর চেষ্টা করে পুলিশ। তবে কীভাবে ওই তার ছিঁড়ে পড়ে গিয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতির দ্রুত মোকাবিলা করার চেষ্টা করছে রেল।
রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যান্ডেল ও বাঁশবেড়িয়া স্টেশনের মাঝে ৩৩ কেভি ও ১১ কেভি হাই টেনশন লাইন ( WBSEDCL) ছিঁড়ে যায়। এর জেরে কাটোয়া সেকশনে রাত ৯টা থেকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এর জেরে ১৩১৪৭ আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস ও পাঁচটি ব্যান্ডেল কাটোয়া লোকাল ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
পরিস্থিতি মোকাবিলার জন্য় ব্যান্ডেল ও নবদ্বীপ ধাম থেকে টাওয়ার ভ্যান গিয়েছে। কিন্তু রাজ্য বিদ্যুৎ পর্ষদের হাইটেনশন লাইন রেল লাইনের উপর থেকে না সরাতে পারলে পরিস্থিতি স্বাভাবিক হবে না।
তবে রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে তার সরানোর কাজ শুরু হয়েছে বলে খবর। রেলের তরফ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য় সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। সিনিয়র রেল আধিকারিকরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছে।