বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ফলতার টায়ার কারখানায় বিধ্বংসী আগুন, ঘণ্টা কয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে

ফলতার টায়ার কারখানায় বিধ্বংসী আগুন, ঘণ্টা কয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে

ফলতার টায়ার কারখানায় বিধ্বংসী আগুন (‌ছবি ভিডিয়ো)‌

দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়

ছুটির দিনে বিধ্বংসী আগুন লাগল টায়ার কারখানা। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বাণিজ্য কেন্দ্রের ১ নম্বর সেক্টরে। এই এলাকার একটি টায়ার কারখানায় আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের ছ'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। ততক্ষণে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, রবিবার দুপুর দু’টো নাগাদ ওই টায়ার কারখানা থেকে ধোঁওয়া বের হতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। তবে দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই দাউদাউ করে জ্বলতে শুরু করে টায়ার কারখানাটি। 

স্থানীয়দের দাবি, কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। কালো ধোঁওয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। 

রবিবার ছুটির দিন হওয়ায় ওই কারখানায় তেমন কেউ ছিলেন না বলেই জানা গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্তের আগে আগুন লাগার কারণ জানা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শট সার্কিটের ফলে এই আগুন লেগে থাকতে পারে। 

এ বষয়ে স্থানীয় শ্রমিক ইউনিয়নের নেতা অরুময় গায়েন বলেন, ‘‌বারবার ফলতা বাণিজ্য কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কিছুদিন পরপর কেন এই ঘটনা ঘটছে, এর উচ্চপর্যায়ের তদন্ত করে দেখা দরকার।’‌ এই ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে বলেও তিনি দাবি করেছেন।

বন্ধ করুন