বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‌খিচুড়ি রান্না করে খেয়ে নিজের বাড়িতেই আগুন লাগালেন ব্যক্তি, হতবাক প্রতিবেশিরা

আগে খিচুড়ি রান্না করে খান। তারপর নিজের হাতেই গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেন পরেশ মণ্ডল। সিলিন্ডারের বিস্ফোরণে কেঁপে ওঠেন আশেপাশের বাসিন্দারা। মুহূর্তের মধ্যে গোটা বাড়িতে আগুন ধরে যায়। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খেজুরতলায়। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাতে পরেশবাবুর বাড়ি থেকে বিকট শব্দ শুনতে পাওয়া যায়। প্রতিবেশিরা গিয়ে দেখেন, পরেশবাবুর বাড়ি থেকে গল গল করে আগুন বেরিয়ে আসছে। চারদিকে ধোঁয়ায় ভরে যায়। পরেশবাবুকে বের করে নিয়ে আসায় তিনি প্রাণে বেঁচে যান। জানা গিয়েছে, বিস্ফোরণের ফলে পরেশবাবুর বাড়ির দেওয়ালের একটা অংশ ভেঙে গিয়েছে।

কিন্তু কেন পরেশবাবু নিজের বাড়িতেই আগুন ধরিয়ে দিলেন?‌ এই প্রসঙ্গে পরেশববাবু জানান, ‘‌পরিবারের লোকেরা আমাকে ছেড়ে চলে গিয়েছে। বোন বলছে আমি নাকি মা–বাবাকে মেরেছি। ভেবেছিলাম, আমার মেয়ের বিয়ে বলে ওরা আমার ওপর রাগ দেখাচ্ছে। তাই নিজের বাড়িতেই আগুন ধরিয়ে দিয়েছি।’‌ স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন পরেশবাবু। মানসিকভাবে ভেঙে পড়ার জন্যই এই ধরনের ঘটনা ঘটিয়েছে সে। তবে যেভাবে ঘটনাটি ঘটেছে তাতে যথেষ্টই আতঙ্কিত আশেপাশের বাসিন্দারা।

বন্ধ করুন