এবার সন্দেশখালির স্টিং অপারেশন নিয়ে মুখ খুললেন শেখ শাহজাহান। শুক্রবার তাঁকে আদালতে নিয়ে যাওয়ার পথে এই নিয়ে মন্তব্য করেন সন্দেশখালির 'বাঘ'। তাঁর দাবি ভোট মিটলেই সব সত্য প্রকাশ্যে আসবে।
এদিন রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শাহজাহানকে আদালতে পেশ করা হয়। সেই সময় তাঁকে সাদা কাগজে সই এবং ধর্ষণের 'ভুয়ো' অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়। তখনই তিনি বলেন, ' সবে তো শুরু, ভোটটা শেষ হোক আরও সত্য ঘটনা সামনে আসবে।' তিনি আরও বললেন,'স্টিং অপারেশনের ভিডিয়োটাই আসল।'
সন্দেশখালির ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের স্টিং অপারেশনের ভিডিয়ো নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে এক বিজেপি নেতা গঙ্গাধর কয়াল বলছেন, সন্দেশখালির ‘ধর্ষণের অভিযোগ সাজানো’। তিনি দাবি করেছেন, পুরোটাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনা মাফিক হয়েছে। টাকার বিনিময় এই কাণ্ড ঘটানো হয়েছে।
আরও পড়ুন। রেখা ভুয়ো ধর্ষণের অভিযোগ করান, দাবি সন্দেশখালির মহিলার, দুর্ভাগ্য শুরু, বলল TMC
এর পর আরও একটি ভিডিয়ো সমানে আসে। যদিও কোনও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। ওই ভিডিয়োয় দেখা যায় ধর্ষণের অভিযোগ করা তিন মহিলা দাবি করেছেন, তাঁরা কোনও ধর্ষণের মামলা করেননি। তাঁকে সাদা কাগজে সই করানো হয়। পরবর্তী কালে ওই কাগজ ব্যবহার করে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় তিন মহিলা এক বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁরা বিরুদ্ধে থানা অভিযোগও দায়ের হয়েছে। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন। রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন তরুণী? পুলিশের হাতে ‘বিস্ফোরক ফুটেজ’ 'সাচ কা সামনা'
এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর, সরব হয় শাসকদল। বিজেপির তরফে দাবি করা হয় ভিডিয়োটি ভুয়ো। এই ভিডিয়ো নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। তাঁর দাবি, ওই ভিডিয়োর কারণে এলাকা অশান্ত হয়ে উঠেছে। তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও চেয়েছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেও আদালতের নিয়ে যাওয়ার সময় শেখ শাহজাহান একই কথা বলেন। তিনি বলেন, সত্য সামনে আসবে। শুক্রবার ভিডিয়ো প্রসঙ্গে সেই একই কথা বললেন তিনি।
আরও পড়ুন। গাড়ি-বাড়ি নেই, ব্যাঙ্কে মাত্র কয়েক হাজার টাকা, কত সম্পত্তি আছে BJP-র রেখা পাত্রর?
আরও পড়ুন। খুন হয়ে যেতে পারি, হাইকোর্টে গেলেন গঙ্গাধর, সন্দেশখালিতে ডিভিয়ো 'কাঁটা'