বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নেশা করে স্কুলে এসে মেরে ২ ছাত্রের কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নেশা করে স্কুলে এসে মেরে ২ ছাত্রের কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

প্রতীকী ছবি

অভিভাবকরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে স্কুলে মারামারি করছিল দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ২ ছাত্র। তাদের ২ জনকেই বেধড়ক মারেন শিক্ষক সজল দেব। মারের চোটে ২ ছাত্রেরই কান থেকে রক্ত বেরোতে থাকে।

নেশা করে স্কুলে এসে মেরে ২ ছাত্রের কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার জলপাইগুড়ির ময়নাগুড়ি ভোটপট্টি আরআর প্রাথমিক স্কুলের ঘটনা। অভিযুক্ত শিক্ষক সজল দেবের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। তবে এখনো পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।

অভিভাবকরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে স্কুলে মারামারি করছিল দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ২ ছাত্র। তাদের ২ জনকেই বেধড়ক মারেন শিক্ষক সজল দেব। মারের চোটে ২ ছাত্রেরই কান থেকে রক্ত বেরোতে থাকে। খবর পেয়ে পৌঁছন অভিভাবকরা। ২ ছাত্রকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে চিকিৎসকরা তাদের ভর্তি করে নেন।

আহত ছাত্রের অভিভাবকদের অভিযোগ, সজলবাবু মত্ত অবস্থায় স্কুলে এসে ছাত্রদের প্রচণ্ড মারধর করেন। ওর মারের ভয়ে ছেলে স্কুলে যেতে চায় না। তবু আমরা বুঝিয়ে সুঝিয়ে পাঠাই। কিন্তু উনি যে মেরে কান ফাটিয়ে দেবেন তা বুঝতে পারিনি। অবিলম্বে ওই শিক্ষকের অপসারণ চাই।

বিষয়টি স্কুল পরিদর্শক প্রাথমিকের কান পর্যন্ত পৌঁছেছে। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ২ ছাত্র বিপন্মুক্ত। তবে কানে গুরুতর আঘাত লেগেছে। অভিযুক্ত শিক্ষকের সন্ধান পাওয়া যায়নি।

 

বন্ধ করুন