বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kunal Ghosh: ‘এই গুন্ডামির পরও সংযত ছিল, বামদের পুলিশ হলে…’ মারের ভিডিয়ো দিয়ে টুইট কুণালের

Kunal Ghosh: ‘এই গুন্ডামির পরও সংযত ছিল, বামদের পুলিশ হলে…’ মারের ভিডিয়ো দিয়ে টুইট কুণালের

থানায় আগুন দেওয়া নিয়ে টুইট কুণালের।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে জনা তিনকে পুলিশ কর্মীকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে বিক্ষোভকারীরা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা।

মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় আগুন লাগিয়ে দেওয়ায় অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন পুলিশ কর্মীরা। বিক্ষোভকারীদের ভয়ে ক্যাম্পের তক্তার নীচে লুকিয়ে পড়েন তাঁরা। সেখান থেকে তাঁদের বার বেধড়ক মারধর করে একদল বিক্ষোভকারী। এই ঘটনায় আহত হয়েছেন ১৬ জন পুলিশ কর্মী। সেই মারধরের ভিডিয়ো টুইটারে দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ লিখেছেন, 'এই গুন্ডামির পরও পুলিশ সংযত ছিল।'

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে জনা তিনকে পুলিশ কর্মীকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে বিক্ষোভকারীরা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা। কুণাল টুইটে আরও লিখেছেন, 'বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুর মিছিল হত, যেমন হয়েছিল বারবার। হামলাকারীদের গ্রেপ্তার চাই। যারা প্ররোচনা দিয়েছে, তাদেরকেও ধরা দরকার। ধর্ষণের মিথ্যা কথা রটানো, উত্তেজনা ছড়িয়ে এই হামলা কঠোর শাস্তিযোগ্য।'

(পড়তে পারেন। কালিয়াগঞ্জে খাটের তলা থেকে টেনে বার করে জামা জুতো খুলে পুলিশ পেটাল জনতা)

এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ২২ জনকে আটক করেছে। কালিয়াগঞ্জের ৪,৫,৬ ও ১১ নম্বর ওয়ার্ডে ২৮ তারিখ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকা এখনও থমথমে।

অন্য দিকে কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে সিবিআই তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিহত কিশোরীর বাবা। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করেন তিনি। মামলাকারী জানিয়েছেন, পুলিশি তদন্তে তাঁর আস্থা নেই। তাই সিবিআই তদন্ত দাবি করেছেন তিনি সঙ্গে দাবি করেছেন ক্ষতিপূরণ। বৃহস্পতিবার এই মামলা শুনানি হতে পারে। (পড়তে পারেন। মহিলাদের সামনে রেখে কালিয়াগঞ্জ থানায় হামলা পূর্বপরিকল্পিত, বলছে পুলিশ)

এ ছাড়া এই ঘটনা নিয়ে আরও একটি মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এজলাসে শুনানির জন্য এই মামলা দায়ের করেন। জনস্বার্থ মামলায় তিনিও সিবিআই তদন্ত দাবি করেছেন। সেই সঙ্গে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আরজি জানিয়েছেন। 

বন্ধ করুন