বেশ কিছুদিন ধরে চিতাবাঘের আতঙ্কে ঘুম উড়েছিল শিলিগুড়ি জংশন এলাকার বাসিন্দাদের। অবশেষে খাঁচা বন্দি হল সেই চিতাবাঘ। সোমবার সকালে চিতাবাঘটি বনদফতরের খাঁচায় ধরা পড়ে। প্রথমে শিলিগুড়ি জংশনে ডেমু শেডের কাছে চিতাবাঘটি দেখতে পান রেলকর্মীরা। তারপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। চিতাবাঘের খোঁজে বনকর্মীরা প্রথমে তল্লাশি চালালেও চিতাবাঘ প্রথমে খুঁজে পাওয়া যায়নি।
বিভিন্ন জায়গায় চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। ফলে সন্ধ্যার পর অনেকেই ডেমু শেড এলাকার আশপাশে যেতে ভয় পাচ্ছিলেন। এরপরেই খবর যায় বনদফতরে। সেখানে খাঁচা পাতার পর সোমবার সকালে দেখা যায় চিতাবাঘটি ধরা পড়েছে। খবর পেয়ে বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, চিতাবাঘটিকে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে। ওই এলাকায় চিতাবাঘ রয়েছে তা প্রথম জানতে পারেন রেলকর্মীরা। এরপরই একজন মোবাইলে ভিডিয়ো করেন। তারপরেই বনকর্মীরা খাঁচা পান।
খাঁচাতে খাবারের টোপ দেওয়া হয়। সেই টোপেই চিতাবাঘটি খাঁচা বন্দি হয়েছে বলে জানা গিয়েছে। যদিও স্থানীয়দের দাবি, সেখানে আরও একটি চিতাবাঘ রয়েছে। তবে আরও একটি চিতাবাঘ রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন বনকর্মীরা। সেক্ষেত্রে ওই চিতাবাঘ দেখা গেলে খাঁচা পাতা হতে পারে বলে জানা গিয়েছে। তবে চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় খুশি স্থানীয়রা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup