শেষ হল ২০২৩ সালের মাধ্যমিকের মূল বিষয়ের পরীক্ষা। শেষদিনে (শুক্রবার, ৩ মার্চ) ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়েছে। যে পরীক্ষার পর পড়ুয়ারা সন্তোষপ্রকাশ করেছে। পড়ুয়ারা জানিয়েছে যে তাদের পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা যে পড়ুয়াদের ভালো হয়েছে, তা জানিয়েছেন শিক্ষকরাও। তাঁদের বক্তব্য, এবার মাধ্যমিকে ভৌতবিজ্ঞান প্রশ্নের মান ভালো হয়েছে। খুঁটিয়ে পড়লে কোনও অসুবিধা হবে না। অর্থাৎ মাধ্যমিকের শেষটা ভালোই হয়েছে।
শিক্ষকদের রিভিউ
নঙ্গী হাইস্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক সুপ্রিয় খাঁড়া বলেন, 'এবার ভৌতবিজ্ঞানের প্রশ্নের মান ভালো হয়েছে। খুঁটিয়ে পড়লে সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারবে পড়ুয়ারা। পাঠ্যক্রমের মধ্যে থেকেই সব প্রশ্ন এসেছে। পাঠ্যক্রমের বাইরে কিছু নেই। পাঠ্যবইয়ের মধ্যে থেকেই এমন প্রশ্ন করা হয়েছে, যাতে পড়ুয়াদের চিন্তাশক্তির পরিচয় পাওয়া যায়। এক কথায় বলতে গেলে প্রতি বছর যেমন মাধ্যমিকে ভৌতবিজ্ঞান প্রশ্নের মান ভালো আসে, এবারও সেই ধারা বজায় আছে।'
তারইমধ্যে একটি প্রশ্নকে বিশেষভাবে চিহ্নিত করেছেন ভৌতবিজ্ঞানের শিক্ষক। তিনি বলেন, ‘পর্যায় সারণি (৪.৯ পর্যায় সারণি রচনায় মেন্ডেলিফের অবদান লেখো) নিয়ে যে প্রশ্নটা এসেছে, সেরকম প্রশ্ন মাধ্যমিকে বছর দশেক আসে না। অর্থাৎ এরকম রচনাধর্মী প্রশ্ন তিন নম্বরে আসে না। তবে সেই প্রশ্নের উত্তর বইয়ে আছে।’
ভৌতবিজ্ঞান পরীক্ষা কেমন হল- পড়ুয়াদের রিভিউ
আজ মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের প্রশ্ন নিয়ে সন্তোষপ্রকাশ করেছে পড়ুয়ারা। বিরাটি হাইস্কুলের ছাত্র অর্ণব দে বলেন, ‘আজ ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র খুবই সহজ ছিল। প্রশ্নপত্রের মধ্যে একটা সামঞ্জস্য বজায় ছিল। এটা বলতে পারি যে আমার বন্ধুরাও পরীক্ষা দিয়ে খুশি।’
এবার মাধ্যমিকে কোন বিষয়ের প্রশ্ন কেমন হল? দেখে নিন এক ঝলকে
- Madhyamik 2023 Bangla Exam Review: কেমন হল মাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে
- Madhyamik 2023 English Exam Review: কেমন হল মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে
- Madhyamik 2023 Geography Exam Review: কেমন হল মাধ্যমিকের ভূগোল প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে
- Madhyamik 2023 Life Science Exam Review: কেমন হল মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক - ক্লিক করুন এখানে
- Madhyamik 2023 History Exam Review: কেমন হল মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক - ক্লিক করুন এখানে
- Madhyamik 2023 Mathematics Exam Review: কেমন হল মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)