বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Madhyamik 2023 Life Science Exam Review: কেমন হল মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক

Madhyamik 2023 Life Science Exam Review: কেমন হল মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক

আজ মাধ্যমিকের জীবন বিজ্ঞানের পরীক্ষা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Madhyamik 2023 Life Science Exam Review: আজ মাধ্যমিকের চতুর্থ পরীক্ষা হল। জীবনবিজ্ঞান পরীক্ষা হল আজ। মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা কেমন হল? তা জানালেন বিশেষজ্ঞ শিক্ষক।

দু'দিনের বিরতির পর আজ মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষা হল। প্রাথমিকভাবে জীবন বিজ্ঞান পরীক্ষার আগে কোনও ছুটি ছিল না। কিন্তু সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের জন্য ২৭ ফেব্রুয়ারির পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। তার ফলে জীবন বিজ্ঞান পরীক্ষার আগে দু'দিন পেয়ে যায় পড়ুয়ারা। যারা পরীক্ষার শেষে যথেষ্ট খুশি বলে মত শিক্ষকদের। তাঁদের মতে, জীবন বিজ্ঞানের প্রশ্নের মান ভালো হয়েছে। গত কয়েক বছরের ধারা মেনেই এবার প্রশ্ন এসেছে।

মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্ন কেমন এসেছে - শিক্ষকদের রিভিউ

নঙ্গী হাইস্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক অর্ঘ্য পাল বলেন, ‘প্রশ্নের মান ভালো হয়েছে। গত কয়েক বছর ধরে মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রশ্নের যে বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, এবারও সেরকম ধারা বজায় রয়েছে। শুধু সহায়িকা বই-নির্ভর পড়াশোনা করলে আর হবে না। পাঠ্যবই ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। প্রশ্নের সব উত্তর পাঠ্যবই থেকেই আসছে। তবে পরীক্ষাকক্ষে বসে নিজের চিন্তাভাবনা দিয়ে উত্তর লিখতে হবে। চার-পাঁচ বছর ধরে সেরকমই প্রশ্ন আসছে।' সঙ্গে তিনি বলেন, 'সার্বিকভাবে প্রশ্ন ঠিকঠাক আছে। যে যে ছবি আঁকতে হয়, সেগুলিও মোটামুটি কমন এসেছে। স্কুলে যেগুলি বলা হয়েছিল, তার মধ্যে থেকেই এসেছে।'

তবে নঙ্গী হাইস্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক জানিয়েছেন, দুই নম্বরের যে প্রশ্নগুলি এসেছিল, সেগুলির উত্তর কিছুটা বড় লিখতে হবে। তাই সময় নিয়ে পড়ুয়াদের কিছুটা সমস্যা হতে পারে। তিনি বলেন, 'এবার যে দুই নম্বরের প্রশ্ন ছিল, সেগুলির উত্তর একটু বড় হবে। তাই কিছু-কিছু পড়ুয়াদের সমস্যা হতে পারে।’

মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে?

  • Madhyamik 2023 Bangla Exam Review: কেমন হল মাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে
  • Madhyamik 2023 English Exam Review: কেমন হল মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে
  • Madhyamik 2023 Geography Exam Review: কেমন হল মাধ্যমিকের ভূগোল প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে

মাধ্যমিকের আর কোন কোন বিষয়ের পরীক্ষা বাকি আছে?

  • ১ মার্চ (বুধবার): ইতিহাস।
  • ২ মার্চ (বৃহস্পতিবার): অঙ্ক।
  • ৩ মার্চ (শুক্রবার): ভৌতবিজ্ঞান।
  • ৪ মার্চ (শনিবার): অপশনাল ইলেকটিভ সাবজেক্ট।
  • ফিজিকাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস: ৬ মার্চ, ৯ মার্চ, ১০ মার্চ, ১১ মার্চ এবং ১৩ মার্চ।
  • ওয়ার্ক এডুকেশন: ২৮ মার্চ, ২৯ মার্চ, ৩০ মার্চ, ৩১ মার্চ এবং ১ এপ্রিল।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন