দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে মারামারির অভিযোগ। রাজ্যের মন্ত্রীর সামনেই তৃণমূল কর্মীর হাতেই আক্রান্ত হলেন এক যুবক। জানা গিয়েছে, আজ সকালে দত্তপুকুরে এক কর্মসূচিতে আসেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সেখানেই তাঁকে অভিযোগ জানাতে আসেন এক স্থানীয় যুবক। প্রথমে তৃণমূল কর্মীদের কাছে শাসানি জোটে অভিযোগকারীর কপালে। পরে এক তৃণমূল কর্মী অভিযোগকারীকে মন্ত্রীর সামনেই চড় মারেন বলে অভিযোগ। আক্রান্ত যুবকের নাম সাগর বিশ্বাস। খারাপ রাস্তা নিয়ে অভিযোগ জানাতে এসেছিলেন তিনি। পরে আক্রান্তের পিঠ চাপড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মন্ত্রী। ব্যক্তিগত সমস্যার জেরে এই ঘটনা বলে সাফাই রথীন ঘোষের। (আরও পড়ুন: কুণাল-দেবাংশু-শতাব্দী, ক্ষোভের মুখে পড়া দিদির দূতদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে)
চড়কাণ্ড নিয়ে প্রথমে মন্ত্রী বলেন, 'আমি দেখিনি এটা।' তিনি বলেন, 'যদি এটা হয়ে থাকে, তাহলে তা ঠিক হয়নি।' পরে মন্ত্রী বলেন, 'আমার কাছে তো মহিলারা গেলেন (কথা বলতে)। অপেক্ষা করতেন (অভিযোগ জানাতে গিয়ে চড় খাওয়া যুবক)। আমি তো বের হচ্ছিলাম। আমাদের তো এটা (অভিযোগ শোনা) কাজ নয়। আমরা এই উদ্দেশ্য নিয়ে আসিনি। আমরা সকলের অভাব অভিযোগ শুনব। তবে ব্যক্তিগত কোনও এজেন্ডা যদি থাকে এই প্রোগ্রাম বানচাল করার, তাহলে তো অন্যরকম বিষয়।' মন্ত্রী বলেন, 'সুরক্ষা কবচে যা যা আছে, তা তা দেওয়ার চেষ্টা করেছি। এবার কেউ কেউ ব্যক্তিগত এজেন্ডা নিয়ে এসেছেন এখানে। এটাও মাথায় রাখতে হবে। এই অভিযোগগুলি জানানোর জন্য আরও অনেক ব্যবস্থা ছিল। সেটা না জানিয়ে, খেলার মাঠে কে গাছ কেটেছে, আজকে এই সমস্যা আসবে কেন? এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমরা কেন জড়াব এতে।'
উল্লেখ্য, দিদির সুরক্ষা কবচ নিয়ে দূত হিসাবে জেলায় জেলায় মানুষের দুয়ারে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল নেতারা। সাংসদ শতাব্দী রায়, অর্জুন সিং থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সাধারণ সম্পাদক কুণাল ঘোষ থেকে যুব নেতা দেবাংশু ভট্টাচার্য কেউ বাদ যাচ্ছেন না। পঞ্চায়েত ভোটের আগে বারবার এই পরিস্থিতি তৈরি হওয়ায় অস্বস্তিতে ঘাসফুল শিবির। এরই মাঝে আজকে নতুন করে এই ঘটনা ঘটল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup