বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kalna Superspeciality Hospital: সন্তান নিতে চাননি প্রেমিক, সম্মান বাঁচাতে নাম বদলে হাসপাতালে ভর্তি হলেন মহিলা

Kalna Superspeciality Hospital: সন্তান নিতে চাননি প্রেমিক, সম্মান বাঁচাতে নাম বদলে হাসপাতালে ভর্তি হলেন মহিলা

সদ্যজাতের সঙ্গে হাসপাতালে মহিলা। নিজস্ব ছবি।

কয়েকঘণ্টার মধ্যেই তিনি জন্মও দেন এক পুত্র সন্তানের। কিন্তু, এরপরেই ঘটে বিপত্তি। সদ্যোজাতের মায়ের নাম ঠিকানায় গন্ডগোল দেখতে পেয়ে নার্সরা ওই মহিলাকে জিজ্ঞেস করতেই সত্যি বেরিয়ে আসে। ওই মহিলা জানান, তার পরিচিত এক নিঃসন্তান মহিলার নামে তিনি হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন।

সন্তানের দায়িত্ব অস্বীকার করেছিলেন প্রেমিক। তা সত্ত্বেও ভূমিষ্ঠ হওয়ার আগে সেই সন্তানকে নষ্ট করতে চাননি প্রেমিকা। তাই পরিবারের সম্মান বাঁচাতে হাসপাতালে নিজের নাম বদলে এক সন্তানের জন্ম দিলেন প্রেমিকা। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। নাম পরিবর্তন করার অভিযোগে ওই মহিলাকে আটক করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে।

পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের বাসিন্দা এক ব্যক্তি সঙ্গে ওই মহিলার বিয়ে হয়েছিল ১০ বছর আগে। ওই মহিলার তিন সন্তান রয়েছে। কিন্তু, স্বামীর অত্যাচার বেড়ে যাওয়ায় তিনি উত্তরপ্রদেশে স্বামীর সংসার ছেড়ে হুগলির মগড়ায় বাপের বাড়ি ফিরে আসেন। সন্তানদের মানুষ করতে একটি কোল্ড স্টোরেজে কাজও শুরু করেন। সেখানেই এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় ওই মিলত এবং তার সঙ্গে প্রেমালাপ গড়ে ওঠে। আর সেই সম্পর্কের জেরেই ফের সন্তানসম্ভবা হয়ে পড়েন ওই মহিলা। অভিযোগ, ওই ব্যক্তি সন্তান নিতে অস্বীকার করে নষ্ট করে দিতে বলেছিলেন ওই মহিলাকে। তবে তাতে রাজি হননি তিনি। ওই মহিলা স্পষ্ট জানিয়ে দেন, তিনি অন্য কারও নামে সন্তানের জন্ম দেবেন কিন্তু এই সন্তানটি নষ্ট করবেন না। সেই মতোই নিজের নাম গোপন রেখে অন্য মহিলার নামে শনিবার বেলা ১১টা নাগাদ কালনা হাসপাতালে ভর্তি হন ওই মহিলা।

কয়েকঘণ্টার মধ্যেই তিনি জন্মও দেন এক পুত্র সন্তানের। কিন্তু, এরপরেই ঘটে বিপত্তি। সদ্যোজাতের মায়ের নাম ঠিকানায় গন্ডগোল দেখতে পেয়ে নার্সরা ওই মহিলাকে জিজ্ঞেস করতেই সত্যি বেরিয়ে আসে। ওই মহিলা জানান, তার পরিচিত এক নিঃসন্তান মহিলার নামে তিনি হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন। এর ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস বলেন, ‘এক প্রসূতির সন্তান জন্ম হওয়ার পরে দেখা গিয়েছে ওই প্রসূতি অন্যের নামে ভর্তি হয়েছেন। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।’

বন্ধ করুন