দুষ্কৃতীদের মারে এক আদিবাসী ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দার্জিলিং জেলার নকশালবাড়িতে। রাস্তা অবরোধের পাশাপাশি রাস্তার পাশে বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিলেন স্থানীয়রা। তাদের দাবি, ওই দোকানগুলিতে চলে মদের কারবার। যার জেরে আশকারা পাচ্ছে দুষ্কৃতীরা।
নিহতের নাম সুধীর নাগাশিয়া। সোমবার সকালে মোটরসাইকেলে করে চার বছরের ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন তিনি। পথে কোনও কারণে দুষ্কৃতীদের সঙ্গে তাঁর বচসা হয়। যার জেরে তাঁকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। গুরুতর আহত সুধীরবাবুকে হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
বুধবার সকালে দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে নকশালবাড়ির বিজয়নগর চা বাগান এলাকায় এশিয়ান হাইওয়ে অবরোধ করেন স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। রাস্তার পাশে কয়েকটি দোকানে ভাঙচুর চালান তাঁরা।
স্থানীয়দের দাবি, ওই দোকানগুলিতে মদ বিক্রি হয়। আর সেজন্যই এলাকায় রোজ দুষ্কৃতীদের দাপট বাড়ছে। পুলিশকে অভিযোগ জানিয়েও লাভ হয় না। বেশ কয়েক ঘণ্টা এলাকায় উত্তেজনা ছিল। বেলা বাড়লে অবরোধ ওঠে।
সম্প্রতি রাজ্যে একাধিক জায়গায় আদিবাসী নির্যাতনের অভিযোগ উঠেছে। নানা কারণে নির্যাতনের শিকার হয়েছেন আদিবাসীরা।