বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিজেপি কর্মীর মাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীর মাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

নিমতায় আক্রান্ত বৃদ্ধা। (‌ফাইল ছবি)‌ সৌজন্য–এএনআই।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিমতা এলাকায়।

বিজেপি কর্মীর অশীতিপর বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিমতা এলাকায়। বিজেপির অভিযোগ, তাদের কর্মী গোপাল মজুমদারের ৮২ বছর বয়সের বৃদ্ধা মাকে বেধড়ক পিটিয়েছে তৃণমূল কর্মীরা। ওই বৃদ্ধা নিজের ছেলের সঙ্গে থাকেন। তার ছেলে বিজেপির সক্রিয় কর্মী। বিজেপি ওই বৃদ্ধার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।

সেখানে দেখা যায়, ওই বৃদ্ধা বলছেন কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর ছেলেকে মারধর করে। তবে তিনি এও বলেন, যারা মেরেছে তাঁদের চিনতে পারেননি তিনি। তারা যাওয়ার আগে এই ঘটনার কথা কাউকে না বলার হুমকি দিয়ে যায়। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল আক্রান্ত ওই বৃদ্ধার সঙ্গে দেখা করেন। তিনি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। তিনি বলেন, ‘‌মুখ্যমন্ত্রী নিজেকে বাংলার মেয়ে বলে পরিচয় দিলেও মায়ের জন্য কোনও সম্মান নেই।

’‌ তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে ভুয়ো আখ্যা দেয়। তাদের দাবি, নির্বাচনের আগে বাজার গরম করতে ভুয়ো খবর ছড়াচ্ছে বিজেপি। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত বক্সি বলেন, ‘‌ভোটের আগে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে বিজেপি। তৃণমূলের কোনও কর্মী ওই বৃদ্ধাকে মারার সঙ্গে যুক্ত নয়।’‌

এই ঘটনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টুইট করে বলেন, ‘‌পারিবারিক বিবাদের জেরে ওই বৃদ্ধার এই অবস্থা হয়েছে। তিনি একটি ভিডিও পোস্ট করেন সেখানে ওই বৃদ্ধার নাতি গোবিন্দ মজুমদার দাবি করেছেন যে, তাঁর দিদার ওপর কোনও আক্রমণ হয়নি। আমার দিদা গত তিন বছর ধরে শয্যাশায়ী। কীভাবে এই ঘটনার সঙ্গে রাজনীতি জড়াল জানি না। তবে এই ঘটনার মধ্যে কোনও সত্যতা নেই।’‌ উল্লেখ্য,

গত শনিবার ভোররাতে উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিমতা পাটনা স্কুল রোডের ঘটনা। বিজেপি কর্মীর অভিযোগ, তিনজন তৃণমূল কর্মী তাঁদের বাড়িতে জোর করে ঢুকে পড়ে। তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়। এই সময়ই গোপালবাবুর মা অভিযুক্তদের বাধা দিতে এলে অশীতিপর বৃদ্ধা মাকেও বেধড়ক মারধর করে শাসকদলের ওই কর্মীরা। নাক–মুখ ফুলে লাল হয়ে যায় তাঁর।

অসুস্থ বৃদ্ধা শুভা মজুমদার জানান, ‘‌তৃণমূলের লোকজন আমার ছেলেকে মারধর করেছে। আমাকে ঘাড়ধাক্কা দিয়েছে। আমাকে খুব মেরেছে ওরা। এই অবস্থা দেখেও ওরা আমায় ছাড়েনি।’‌ রাতেই বিজেপি কর্মী ও শুভাদেবীকে হাসপাতালে নিয়ে যায় নিমতা থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই এই ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন গোপালবাবু। আচমকা মারধরে আতঙ্কিত হয়ে পড়েছেন বৃদ্ধা। যাঁরা এমন ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হলে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ঘৃণার রাজনীতির খেলায় মেতেছে বিজেপি। নিমতার বৃদ্ধা পারিবারিক হিংসার শিকার। তাঁর কষ্টকে রাজনৈতিক কারণে ব্যবহার করে বিজেপি বুঝিয়ে দিল এরা কারও কথা ভাবে না।

বাংলার মুখ খবর

Latest News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার? ‘রুসলান’-এর প্রিমিয়ারে ভাগ্নির কপালে চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো রক্তের টান এড়াতে পারলেন না! ক্রুষ্ণার সঙ্গে ঝামেলা ভুলে ভাগ্নির বিয়েতে গোবিন্দা টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন লোকসভা নির্বাচনে VVPAT'র ১০০% ভোট গণনা হবে? রায়দান করে কী জানাল সুপ্রিম কোর্ট বুথের সামনেই সুকান্তকে শুনতে হল ‘গো–ব্যাক’ স্লোগান‌, মেজাজ হারান প্রার্থী ‘বাংলাদেশকে দেখলে লজ্জা পাই’, বলছেন আর্থিক সঙ্কটে বেহাল পাক প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর 'স্ট্রাইক রেট' যেন বাড়ে, হাফ প্যান্ট পরে ভোটের লাইনে রাহুল দ্রাবিড়

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.