বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Durgapur Steel Plant: দুর্গাপুর স্টিল প্লান্টে ব্লাস্ট ফার্নেসে গরম লোহার রড পড়ে দুর্ঘটনা, মৃত ১, আহত ৩

Durgapur Steel Plant: দুর্গাপুর স্টিল প্লান্টে ব্লাস্ট ফার্নেসে গরম লোহার রড পড়ে দুর্ঘটনা, মৃত ১, আহত ৩

দুর্গাপুর স্টিল প্লান্টে শ্রমিকের মৃত্যু । (প্রতীকী ছবি)

আজ রবিবার ঘটনাটি ঘটেছে সকাল পৌনে ১১ টা নাগাদ। ওই কারখানায় রেললাইন মেরামতির কাজ চলছিল। সেই সময় হট ল্যাডেল উলটে লোহার রড নিচে পড়ে যায় দু'নম্বর ব্লাস্ট ফার্নেসে। তারপরেই আচমকা বিস্ফোরণ ঘটে। সেখানে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। ঘটনায় চারজন উত্তপ্ত লোহার সংস্পর্শে চলে আসেন।

দুর্গাপুর স্টিল প্লান্টে ব্লাস্ট ফার্নেসে গরম লোহার রড পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। পুড়ে মৃত্যু হল এক শ্রমিকের। এছাড়াও অগ্নিগ্ধ হয়েছেন আরও তিনজন শ্রমিক। কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত করবে দুর্গাপুর স্টিল প্লান্ট কর্তৃপক্ষ। মৃত শ্রমিকের নাম পল্টু বাউরি। এই ঘটনায় কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষার দাবিতে সরব হয়েছে বাম শ্রমিক সংগঠনগুলি।

কারখানা সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার ঘটনাটি ঘটেছে সকাল পৌনে ১১ টা নাগাদ। ওই কারখানায় রেললাইন মেরামতির কাজ চলছিল। সেই সময় হট ল্যাডেল উলটে লোহার রড নিচে পড়ে যায় দু'নম্বর ব্লাস্ট ফার্নেসে। তারপরেই আচমকা বিস্ফোরণ ঘটে। সেখানে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। ঘটনায় চারজন উত্তপ্ত লোহার সংস্পর্শে চলে আসেন। তাঁদের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় পল্টুর। বাকি তিনজনের অবস্থা গুরুতর।

দুর্গাপুর স্টিল প্লান্টের সিটু নেতা সৌরভ দত্ত জানান, তাঁরা প্রত্যেকেই ঠিকা শ্রমিক ছিলেন। পার্মানেন্ট ওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে তাঁরা কর্মরত। মর্ডান টেকনোলজি নামে একটি সংস্থার অধীনে তাঁরা কাজ করছিলেন। বাকি যে তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন ,তাঁদের নাম হল প্রশান্ত গোপ, গোপী রাম এবং প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। তাঁদের প্রত্যেককেই দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত স্টিল প্লান্টের ফার্নেসে বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয়। তবে শ্রমিকের মৃত্যুর ঘটনায় সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে শ্রমিক সংগঠনগুলি। পাশাপাশি তারা কারখানার যন্ত্রাংশ মেরামতিও নিয়েও প্রশ্ন তুলেছে।

বন্ধ করুন