নদিয়ার হাঁসখালিতে মর্মান্তিক পথদুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনা নিয়ে বাংলায় টুইট করে দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হল যে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিন দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী দফতরের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের নদীয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের নিকটাত্মীয়দের জন্য PMNRF-এর থেকে প্রত্যেককে ২ লাখ এক্স-গ্রেশিয়া ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।’
এদিকে এদিন পথদুর্ঘটনায় ১৮ জনের মৃত্যুতে রাজ্য সরকারকেই কাঠগড়ায় দাঁড় করান রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার টুইটারে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি। টুইটারে রাজ্যপাল লিখেছেন, ‘নদিয়ায় যাত্রীবাহী গাড়ির সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু ও ৫ জনের আহত হওয়ার ঘটনায় গভীরভাবে ব্যথিত। আশা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আহত ও নিহতদের পরিবারের পাশে থাকবে। সঙ্গে পথ নিরাপত্তায় জোর দেবে তারা।’ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খারাপ রাস্তা ও কুয়াশার মধ্যে অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। যার জেরে এই দুর্ঘটনা। ঘটনার সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন বলেও অনেকের অনুমান।
এদিনের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ঘটে যাওয়া পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর ওনাদের এই কঠিন পরিস্থিতিতে সহায় হোন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’