সরকারি স্কুলের মাঠেই শিবির চালাচ্ছে আরএসএস। এমনই অভিযোগ জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়েছে শিক্ষকদের একটি সংগঠন। চিঠিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রীকে দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। বুধবার বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এই মর্মে শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। অভিযোগ, বারুইপুরের কুলতলিতে প্রাথমিক শিক্ষা বর্গের অন্তর্গত জালাবেড়িয়া হিন্দু বিদ্যালয় মাঠেই শিবির চালাচ্ছে আরএসএস।
দাবি বৈধ হলে আন্দোলনকারীরা আদালতে যাচ্ছেন না কেন? প্রশ্ন ব্রাত্যর
শুধু এই স্কুলেই নয় আরও বেশ কিছু সরকারি স্কুলে আরএসএস শিবির চালাচ্ছে বলে সংগঠনের তরফে অভিযোগ জানানো হয়েছে। সংগঠনের দাবি, এই ধরনের শিবির চললে সে ক্ষেত্রে রাজ্যের আইন-শৃঙ্খলার সমস্যা হতে পারে। শুধু তাই নয়, পড়ুয়াদের মনে এর খারাপ প্রভাব পড়তে পারে। তাই এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার প্রয়োজন রয়েছে। প্রসঙ্গত, স্কুল শিক্ষা কমিশনের অনুমতি নিয়ে কোনও সংগঠন বিদ্যালয় প্রাঙ্গণ ব্যবহার করতে পারে। কিন্তু, অনুমতি না পেলে কোনও সংগঠন শিবির চালাতে পারে না। শিক্ষক সংগঠনের দাবি, আরএসএসের শিবির চালানোর জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি।
যদিও এ বিষয়ে শিক্ষামন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মচারী সংগঠনের নেতা স্বপন মণ্ডল জানিয়েছেন, ‘এই ধরনের শিবির স্কুলে চললে আইন-শৃঙ্খলার সমস্যা হতে পারে। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে এগুলি বন্ধ করার দাবি জানিয়েছে।’ প্রসঙ্গত, আরএসএস সংগঠনকে আরও মজবুত করতে চাইছে। সেই লক্ষ্যে সংগঠনের নারীরা যাতে আরও বেশি করে অংশগ্রহণ করতে পারে তার ওপর গুরুত্ব দিচ্ছেন নেতৃত্ব। আরএসএস প্রধান মোহন ভগবতও নারীদের ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন।