বাঁকুড়া শহরে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে প্রকাশ্যে চলল গুলি। এক জেল ফেরত আসামিকে নিয়ে ওই তৃণমূল নেতা তখন বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কেশিয়াকোল এলাকায় একটি নীল মারুতি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় ২ মোটরসাইকেল আরোহী দুষ্কৃতী। গুলিতে অন্তত ৩ জন আহত হয়েছেন। তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
গাড়ির আরোহী তথা তৃণমূল নেতা নুর মহম্মদ শাহ বলেন, ‘আমরা এদিক থেকে যাচ্ছিলাম। তখন এক বন্ধুর সঙ্গে কথা হয়। বন্ধুকেও গাড়িতে তুলে নিই। এর পর গাড়ি কিছুদূর এগোতেই গুলি চলতে থাকে।’ গাড়িটিতে ড্রাইভারসহ ৪ জন ছিলেন বলে জানা গিয়েছে। বাঁকুড়া শহর থেকে দুর্গাপুরের অভিমুখে রওনা দিয়েছিলেন তাঁরা। গাড়িটিকে ধাওয়া করে একটি মোটরসাইকেল, যাতে দুজন বাইকের আরোহী ছিল। আচমকাই নীল ওই অল্টো গাড়িটিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বাইকে থাকা দুইজন আরোহী। ৬ রাউন্ড গুলি চলে বলে জানান গাড়িতে থাকা ব্যক্তিরা। গাড়িতে থাকা ড্রাইভার সহ তিন ব্যক্তির পেটে ও বুকে গুলি লাগে। আহত সব ব্যক্তিদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার গলসিতে। আহত সকল ব্যক্তিকে বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জানা যায় বাঁকুড়া জেলে বন্দি এক আসামি ৭ বছর কারাবাসের পর মঙ্গলবার মুক্তি পান। তাঁকে নিয়ে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল নেতা।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, দুপুরে খাওয়া দাওয়ার পরে বসে ছিলাম। হঠাৎ পটকা ফাটার মতো শব্দ শুনে বেরিয়ে আসি। দেখি লোকজন দৌড়াচ্ছে। এর পর দেখি রাস্তায় পড়ে রয়েছেন আহতরা। এই এলাকায় কয়েকদিন আগেও একটা খুন হয়েছে। পুলিশ তার কোনও তদন্ত করেনি। আমরা আতঙ্কে আছি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সদর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।