কালাজ্বর মুক্ত ভারত। কালাজ্বর মুক্ত বাংলা। গোটা দেশের পাশাপাশি একেবারে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাও। এবার পূর্ব বর্ধমান জেলা পরিদর্শনে কেন্দ্র ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। টার্গেট একটাই, কালাজ্বর মুক্ত করা গোটা জেলাকে। এদিকে গত তিনবছরে জেলার ১৪টি ব্লকে কালাজ্বর আক্রান্তের সংখ্যা একজনও নেই, কার্যত শূন্য বলে দাবি করেছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা শ্রিংলা। এদিকে বুধবার সকালেই কেন্দ্রীয় ও হু এর প্রতিনিধিরা পূর্ব বর্ধমান জেলার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন। তবে সূত্রের খবর জেলা প্রশাসন যে ব্লকগুলিকে কালাজ্বর মুক্ত বলে দাবি করেছেন সেই ব্লকগুলিও খতিয়ে দেখতে পারেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুয়ের ৬জন প্রতিনিধি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ২ জন প্রতিনিধি সহ মোট ৮জনের টিম পূর্ব বর্ধমান জেলায় এসেছেন। জেলা শাসক ও জেলার মুখ্য়স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠকও করেছেন তাঁরা। মূলত কালাজ্বরের বর্তমান পরিস্থিতিটাই জেলা প্রশাসনের কাছে জানতে চাইছেন তাঁরা। এরপর তাঁরা এই পরিস্থিতিটাই খতিয়ে দেখবেন। এদিকে জেলা প্রশাসনের দাবি বর্তমানে পূর্ব বর্ধমান জেলায় মোট ৯জনে কালাজ্বরে আক্রান্ত রয়েছেন। এর মধ্যে ১জন রোগী বর্ধমান পুর এলাকার বাসিন্দা। এদিকে জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, কয়েক দশক ধরে জেলার কালাজ্বরের পরিস্থিতি ও সুস্থতার হার যথেষ্ট ভালো। সেটাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে এই প্রতিনিধি দলের রিপোর্টের ভিত্তিতে জেলাকে কালাজ্বর মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হতে পারে। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, কেন্দ্রীয় স্তরে এব্য়াপারে কাজ শুরু হয়েছে। জেলায় কালাজ্বরের সর্বশেষ পরিসংখ্যান নিয়ে আলোচনা হয়েছে।