২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ২১ জুলাইয়ের আন্দোলনে তৃণমূলের কোনও ভূমিকা ছিল না। কিন্তু বেঙ্গালুরুতে জগাই – মাধাই আর বিদায় ইটিং - ফিটিং - সেটিং করে ফেলেছে।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘২১ জুলাইয়ের আন্দোলন ছিল যুব কংগ্রেসের আন্দোলন। সেখানে তৃণমূল কংগ্রেসের কোনও ভূমিকা ছিল না। আর গুলি করেছিল সিপিএম। অর্থাৎ ২১ জুলাইয়ে যদি কিছু হয়ে থাকে তাহলে কংগ্রেসের সমাবেশ করা উচিত। যদিও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় জগাই – মাধাই – বিদায় তিন জন বেঙ্গালুরুতে বসে ইটিং - ফিটিং - সেটিং সব করে ফেলেছে’।
তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘নাচ গানের মঞ্চ হয়ে গেছে। পাগলু ডান্সের মঞ্চ হয়ে গিয়েছে। আর সকালে - দুপুরে - রাতে ডিম ভাত।’
বলে রাখি, চলতি সপ্তাহেই বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকে যোগদান করেছে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস। ২১ জুলাইয়ে গুলিচালনার দিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যুব কংগ্রেস নেত্রী। আর ক্ষমতায় ছিল বামেরা। পরে তৃণমূল কংগ্রেস গঠনের আগে দিনটি পালন করত কংগ্রেস। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল গঠনের পর কংগ্রেসের আয়োজন ক্রমে ছোট হতে থাকে। কয়েক বছর পর থেকে কংগ্রেসের তরফে দিনটি পালন কার্যত বন্ধ হয়ে যায়।