ফের দ্বিতীয় হুগলি সেতুর থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। সোমবার সকাল ৬টা ২০ নাগাদ এই ঘটনা হয়। দ্বিতীয় হুগলি সেতুর কলকাতা অংশের প্রথম পিলারের বাইক দাঁড় করিয়ে তিনি ঝাঁপ দেন। ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হাওড়ার দিকে যাওয়ার রাস্তায় তিনি বেশ খানিক ক্ষণ বাইক দাঁড় করিয়ে চুপ বসেছিলেন। তার পর বাইকে সিটে কালো ব্যগটি রেখে তিনি ঝাঁপ দিতে যান। দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি তাঁকে হাত ধরে আটকানোর চেষ্টা করেন। কিন্তু হাত ছাড়িয়ে ঝাঁপ দেন গঙ্গায়।
প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি দ্রুত ছুটে হুগলি সেতুর টোল প্লাজার কাছে কর্তব্যরত পুলিশকর্মীদের খবর দেন। তাঁর এসে বাইকটি উদ্ধার করেন। বাইকটির নম্বর দেখে ওই ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। তল্লাশিও শুরু হয়েছে, সেতু সংলগ্ন ঘাট ও মাঝ গঙ্গায়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তির নাম হায়াত আলি। তিনি বলেন, 'আমি সেতু দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটি বাইক দাঁড় করিয়ে ওই ব্যক্তি সেতুর রেলিং-এর ধারে চলে গিয়েছেন। আমি বুঝতে পারি ওই ব্যক্তি নদীতে ঝাঁপ দিতে চলেছেন। আমি তাঁকে ঝাঁপ দিতে বারণ করে হাত ধরি। কিন্তু তিনি হাত ছড়িয়ে নদীতে ঝাঁপ দেন।' তাঁর আপসোস,'একটু আগে এলে হয়তো ওই ব্যক্তিকে বাঁচানো যেত।'
এর আগেও গত বছর টালিগঞ্জের বাসিন্দা এক ছাত্র ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এনডিএফ কর্মীদের তৎপরতায় তাঁকে বাঁচানো সম্ভব হয়।