বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Job Seekers protest: কুণালের আশ্বাস, ধর্মতলা থেকে ধর্না তুললেন ২০০৯ সালের প্রাথমিক চাকরিপ্রার্থীরা

Job Seekers protest: কুণালের আশ্বাস, ধর্মতলা থেকে ধর্না তুললেন ২০০৯ সালের প্রাথমিক চাকরিপ্রার্থীরা

সোমবারই আলোচনায় বসেন কুণালের সঙ্গে আলোচনায় বসেন চাকরিপ্রার্থীরা।

চাকরিপ্রার্থীরা জানিয়েছেন সোমবারই আলোচনায় বসেন কুণালের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা। সেই আলোচনার ভিত্তিতে ভাবনাচিন্তা করে তাঁরা ধর্মতলা থেকে আন্দোলন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

টানা ৩৭ দিন পর ধর্মতলা থেকে আন্দোলন তুলে নিলেন ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবারই এই নিয়োগ সংক্রান্ত মামলার রায় দিতে পারে আদালত। তার আগে সরকারের প্রতিনিধি হিসাবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে চাকরিপ্রার্থীদের এই সিদ্ধান্ত। তবে আলোচনার প্রেক্ষিতে তারা ধর্মতলা থেকে সরলেও বালিগঞ্জে ডিপিএস অফিসের সামনে অবস্থান চালিয়ে যাবেন।

চাকরিপ্রার্থীরা জানিয়েছেন সোমবারই আলোচনায় বসেন কুণালের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা। সেই আলোচনার ভিত্তিতে ভাবনাচিন্তা করে তাঁরা ধর্মতলা থেকে আন্দোলন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত বাম জামানাতেই এই চাকরিপ্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের দাবি, ২০০৯ সালে বিজ্ঞপ্তি অনুযায়ী তাঁরা পরীক্ষা দেন। কিন্তু পরে সেই পরীক্ষা বাতিল হয়ে যায়। দ্বিতীয় বারও তাঁরা পরীক্ষা দেন। কিন্তু ১৩ বছর কেটে গেলেও তাঁদের চাকরি হয়নি। আদালতের অনুমতি নিয়েই তাঁরা গান্ধী মূর্তির সামনে আন্দোলনে বসেন।

এক আন্দোলনকারী চাকরি প্রার্থী জানিয়েছেন.'আমরা আশ্বাস পেয়েছি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছ থেকেও। তিনি জানিয়েছেন, রায় হলে আমরা নিয়োগ দেব।'

বৃহস্পতিবার দুপুর ৩টেয় এই মামলার রায় দেবে আদালত।

বন্ধ করুন