বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC: তৃণমূল কংগ্রেস কর্মীকে বেধড়ক মার, কাঠগড়ায় তৃণমূলেরই কাউন্সিলর

TMC: তৃণমূল কংগ্রেস কর্মীকে বেধড়ক মার, কাঠগড়ায় তৃণমূলেরই কাউন্সিলর

মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

আক্রান্ত যুবকের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংয়ের অনুগামী ছিলেন। তবে সম্প্রতি তিনি কাউন্সিলরের সঙ্গ ত্যাগ করেছেন। সেই ক্ষোভেই কাউন্সিলর এবং তার দলবল তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ওই যুবক। এমনকি থানায় গেলেও তাকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ।

তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে এল খাস কলকাতায়। দলীয় এক কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম বিকাশ যাদব। গতকাল রাতে তাকে এসএসকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযোগ উঠেছে ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংয়ের বিরুদ্ধে।যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

আক্রান্ত যুবকের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংয়ের অনুগামী ছিলেন। তবে সম্প্রতি তিনি কাউন্সিলরের সঙ্গ ত্যাগ করেছেন। সেই ক্ষোভেই কাউন্সিলর এবং তার দলবল তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ওই যুবক। এমনকি থানায় গেলেও তাকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগের কথা অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর শচীন সিং। তিনি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই জড়িত নন। পাল্টা তিনি বিকাশের বিরুদ্ধেই অভিযোগ তুলে বলেন, ‘ওই যুবক কিছুদিন আগে একটি ছেলেকে ছুরি মেরেছিল। তাছাড়া আমি একমাস ধরে থানায় যাইনি। থানায় বাধা দেওয়ার অভিযোগ ভুল।’

বিকাশের অভিযোগ, তিনি বাড়িতে ঘুমাচ্ছিলেন সেই সময় কাউন্সিলর এবং তার ৩-৪ জন লোক তার বাড়িতে যায়। বাড়িতে ঢুকে তারা জিনিসপত্র ভাঙচুর করে। এরপর তারা ওই যুবককে মারধর করতে শুরু করে বলে অভিযোগ। উল্লেখ্য, বর্তমানে এসএসসি থেকে শুরু করে গরু পাচার কাণ্ড নিয়ে দুই বড় নেতা গ্রেফতার হওয়ায় অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই কিছুটা অস্বস্তিতে তৃণমূল।

বন্ধ করুন