একের পর এক প্রতারণার ফাঁদ। এবার চাকরির টোপ দিয়ে পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ। আর প্রতারকদের টার্গেটে মূলত কমবয়সী মহিলারা। পুলিশ সূত্রে খবর, পার্ট টাইম চাকরির টোপ দিয়ে মোবাইলে মেসেজ পাঠানো হচ্ছে। আর সেই লিঙ্কে ক্লিক করলেই সংশ্লিষ্ট মোবাইলের যাবতীয় তথ্য চলে যাচ্ছে প্রতারকদের কাছে। এরপরই শুরু হচ্ছে ব্ল্যাকমেলিং। তরুণীর ব্যক্তিগত ছবি, ভিডিয়ো ফাঁস করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে চলছে টাকা আদায়ের জন্য় চাপ।
সূত্রের খবর, রাজ্যের একাধিক থানায় এই ধরনের অভিযোগ ক্রমে সামনে আসছে। একাধিক ক্ষেত্রে তরুণীদের ফাঁদে ফেলা হচ্ছে। মূলত করোনা পরিস্থিতিতে অনেকেরই কাজ গিয়েছে। তার জেরে নতুন করে কাজ খুঁজছেন তাঁরা। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে প্রতারকরা।
এমনকী দৈনিক ৩ হাজার টাকার কাজেরও টোপ দেওয়া হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে বেসিক কম্পিউটারের কাজ জানলেই চাকরি মিলবে বলে বলা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের হাতছানি। পার্টটাইমে কাজ করতে হবে বলে প্রলোভন দেখানো হচ্ছে। দৈনিক ও মাসিক কাজের টোপ দেওয়া হচ্ছে। আর সেখানে পা দিলেই শুরু হচ্ছে ব্ল্যাক মেলিং।
সূত্রের খবর, রাজ্যের একাধিক তরুণী এই প্রতারণার ফাঁদে পড়ে বিপাকে পড়েছেন। অনেকে আবার সামাজিক সম্মান রক্ষার জন্য় টাকা দিয়ে কোনওরকমে রক্ষা পেয়েছেন। একাধিক ক্ষেত্রে তরুণীর ছবি ও ভিডিয়ো দিয়ে অশ্লীল ছবি তৈরির ভয় দেখানো হচ্ছে। সেক্ষেত্রে এই ধরনের মেসেজের প্রলোভনে পা না দেওয়ার জন্য সতর্ক করেছে পুলিশ। সমস্যায় পড়লে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।