বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bidhannagar: আমেরিকায় চাকরির টোপ দিয়ে অপহরণ, বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার ৩, উদ্ধার ১৮

Bidhannagar: আমেরিকায় চাকরির টোপ দিয়ে অপহরণ, বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার ৩, উদ্ধার ১৮

উদ্ধার করা হয়েছে বিভিন্ন রাজ্যের ১৮ জন অপহৃত যুবককে।

এই খবর প্রকাশ্যে আসে হরিয়ানার এক বাসিন্দা বিধাননগর কমিশনারেটে অভিযোগ করার পর। ওই বাসিন্দা তাঁর ছেলেকে অপহরণ করে রাখা হয়েছে বলে জানান। এমনকী আমেরিকায় চাকরি দেওয়ার নাম করে ৪০ লক্ষ টাকা নিয়েছে এই চক্র। আর ফোন করে আরও টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ।

সম্প্রতি কলকাতা পুলিশের পক্ষ থেকে সতর্ক করে বার্তা দেওয়া হয়েছিল, বিদেশের চাকরির টোপে কেউ পা দেবেন না। কারণ এটা একটা বড় প্রতারণা চক্র। কিন্তু তারপরও এই টোপে পা দিল কয়েকজন যুবক। এই টোপ ফেলে আমেরিকায় মোটা টাকার চাকরির লোভ দেখানো হয় ভিন্‌রাজ্যের যুবকদের। আর তাতে পা দিতেই অপহরণ করা হয় তাদের। এমনকী ওই যুবকদের পরিবারের থেকে লাখ লাখ মুক্তিপণ দাবি করা হয়। কলকাতা বিমানবন্দর লাগোয়া এলাকায় এই অপরাধ চক্র চলছিল। এই অভিযোগ পেয়ে সেই চক্রের তিন পাণ্ডাকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। আর উদ্ধার করা হয়েছে বিভিন্ন রাজ্যের ১৮ জন অপহৃত যুবককে।

ঠিক কী ঘটেছে বিধাননগরে?‌ এই চাকরির লোভ এবং অপহরণ কাণ্ড নিয়ে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান বিশ্বজিৎ ঘোষ জানান, বিশেষ করে পাঞ্জাব এবং হরিয়ানা থেকে ওই যুবকদের নিয়ে আসা হয়েছিল। তাদের আমেরিকায় চাকরি করে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল। আর ওই যুবকদের পরিবারের থেকে মোটা টাকা নিয়েছিল ধৃতরা। এই ১৮ জন চাকরিপ্রার্থীকে নিয়ে আসা হয় কলকাতায়। বিমানবন্দর এলাকার দু’টি হোটেলে তিনদিন রাখা হয়েছিল। ওই ১৮ জনকে নিয়ে যাওয়া হয় ইকো আর্বান ভিলেজ এলাকার একটি বাড়িতে। সেখানে ১০ দিন রাখা হয়েছিল। সেখান থেকেই ১৮ জন যুবককে উদ্ধার করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল সেখানে?‌ সূত্রের খবর, এই ১৮ জন যুবককে ভাগ করে রাখা হয়েছিল। আর তাদেরকে দিয়ে বাড়িতে ফোন করানো হচ্ছিল। টাকা চাইতে বলা হচ্ছিল। তখন তারা বুঝে যায তাদেরকে অপহরণ করা হয়েছে। এই ১৮ জন যুবককে অবশেষে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে আটজন যুবক মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই তাদের বাড়িতে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় শোরগোল পনে গিয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ এই খবর প্রকাশ্যে আসে হরিয়ানার এক বাসিন্দা বিধাননগর কমিশনারেটে অভিযোগ করার পর। ওই বাসিন্দা তাঁর ছেলেকে অপহরণ করে রাখা হয়েছে বলে জানান। এমনকী আমেরিকায় চাকরি দেওয়ার নাম করে ৪০ লক্ষ টাকা নিয়েছে এই চক্র। আর ফোন করে আরও টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ। হরিয়ানার ওই যুবকের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র‌্যাক করে বিধাননগর কমিশনারেট। আর এই অপরাধ চক্র ধরা পড়ে যায়।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক? 'পুরুষদের ঘেন্না করি' বলা মধুমিতার চোখ সরছে না নতুন প্রেমিকের থেকে! ‘সিংঘম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’-এর ডিস্ট্রিবিউটরদের চাপে নাকাল হল মালিকরা! ২৯৭ রান তুলে T20I-তে ইতিহাস ভারতের, অক্ষত নেপালের রেকর্ড! গড়ল একের পর এক নজির রানাঘাটে বন্ধ হয়েছে ১১২ ফুটের দুর্গা, প্রায়শ্চিত্ত করতে ৮–৮০ সকলে মস্তক মুণ্ডন পর্দায় রাম রাবণ দুই বেশেই ধরা দিয়েছেন, বাস্তবেও তাঁর মন্দির আছে!কে সেই অভিনেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.