বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Income Tax Department: কলকাতা জুড়ে শুরু আয়কর হানা, ৩০টি জায়গায় ১৫০ আধিকারিকের তল্লাশি

Income Tax Department: কলকাতা জুড়ে শুরু আয়কর হানা, ৩০টি জায়গায় ১৫০ আধিকারিকের তল্লাশি

আয়কর দফতর। ছবি : পিটিআই (PTI)

কলকাতার তিনটি অফিসে ইতিমধ্যেই হানা দেওয়া হয়েছে। ১৫০ জন আয়কর আধিকারিকের টিম আজ অপারেশনে নেমেছিল। এলগিন রোডে, পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট–সহ একাধিক জায়গায় হানা দেন আয়কর আধিকারিকরা। নির্মাণ সংস্থাগুলির ম্যানেজিং ডিরেক্টর এবং উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলছেন তাঁরা।

ইডি–সিবিআইয়ের তৎপরতায় এখন রাজ্য–রাজনীতি উত্তাল। দুর্নীতি থেকে গরু পাচার এই এখন রাজ্যে চর্চার বিষয় হয়ে উঠেছে। তার মধ্যে আজ, বৃহস্পতিবার তৎপরতা শুরু করল আয়কর দফতর। রাজ্যে এই তৎপরতা দেখা গেল একাধিক জায়গায় অভিযানের মধ্যে দিয়ে। আজ সকালেই শহরে শুরু হয়েছে আয়করের অভিযান।

ঠিক কী ঘটেছে কলকাতায়?‌ কলকাতা শহরে বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন যাঁরা আয়কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ। আবার আয়ের সঙ্গে সঙ্গতি নেই এমন সম্পত্তির হদিশ পেয়েছেন আয়কর দফতরের কর্তারা। তাছাড়া বেশ কিছু ভুয়ো কোম্পানি রয়েছে যাঁরা বেআইনিভাবে আর্থিক লেনদেন করে চলেছে। এমনই সব অভিযোগ হাতে নিয়ে পথে নেমেছেন তাঁরা।

ঠিক কী অভিযোগ উঠেছে?‌ আয়কর দফতর সূত্রে খবর, বেশ কিছু ভুয়ো কোম্পানি খোলা হয়েছে। আর তা খুলে সেগুলিকে মাধ্যম করে নির্মাণ সংস্থার অফিসে টাকা পৌঁছে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিপুল পরিমাণ কালো টাকা নির্মাণ সংস্থার অফিসে বিনিয়োগ করা হয়েছিল বলেও অভিযোগ। তারই তল্লাশিতে নেমেছেন আয়কর অফিসারদের বিশাল টিম। আর তাতেই শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।

কোথায় হানা দিল আয়কর দফতর?‌ আয়কর দফতর সূত্রে খবর, কলকাতার তিনটি অফিসে ইতিমধ্যেই হানা দেওয়া হয়েছে। ১৫০ জন আয়কর আধিকারিকের টিম আজ অপারেশনে নেমেছিল। এলগিন রোডে, পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট–সহ একাধিক জায়গায় হানা দেন আয়কর আধিকারিকরা। নির্মাণ সংস্থাগুলির ম্যানেজিং ডিরেক্টর এবং উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলছেন তাঁরা। বেশ কিছু নথি রয়েছে তাঁদের সঙ্গে। তবে এই তল্লাশির সঙ্গে এসএসসি কাণ্ডের কোনও যোগ আছে কিনা তা অবশ্য তাঁরা কিছু জানাননি।

বন্ধ করুন