বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Anubrata Mondal: সিবিআইয়ের ডাকে এবারও গরহাজির অনুব্রত মণ্ডল, চাইলেন ১৪ দিন সময়

Anubrata Mondal: সিবিআইয়ের ডাকে এবারও গরহাজির অনুব্রত মণ্ডল, চাইলেন ১৪ দিন সময়

অনুব্রত মণ্ডল।

সোমবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। কিন্তু সেদিন কলকাতায় এলেও নিজাম প্যালেসে যাননি তিনি। বরং পৌঁছে গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। যদিও চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে জানিয়ে দেন, হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজনীয়তা নেই। তখন অনুব্রত বোলপুরের বাড়িতে চলে যান।

গুঞ্জনই সত্যি হল। গরু পাচার মামলায় সিবিআই তলব করেছিল। তারপরও আজ, বুধবার হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। আইনজীবীর মারফত চিঠি পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরার জন্য দু’‌সপ্তাহ সময় চাইলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। সূত্রের খবর, ওই চিঠিতে শারীরিক অবস্থার কারণ দেখিয়েই সময় চেয়েছেন অনুব্রত মণ্ডল। চিঠির সঙ্গে তাঁর চিকিত্‍সা সংক্রান্ত নথিও অনুব্রত মণ্ডল জমা দিয়েছেন। ই–মেল এবং হার্ড কপি জমা পড়েছে নিজাম প্যালেসে।

ঠিক কী করেছেন অনুব্রত মণ্ডল?‌ বুধবার সকালে নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছেন অনুব্রত মণ্ডলের দুই আইনজীবী। সিবিআই আধিকারিকদের কাছে অনুব্রত মণ্ডলের বিস্তারিত মেডিক্যাল রিপোর্ট জমা করতেই এসেছেন তাঁরা বলে খবর। এভাবেই গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল কংগ্রেসে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের শারীরিক কারণ দেখিয়ে সিবিআইয়ের কাছে বাড়তি সময় চেয়েছেন তাঁর আইনজীবীরা।

ঠিক কী লেখা আছে চিঠিতে?‌ এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, একাধিক শারীরিক সমস্যার জন্য সম্পূর্ণ বেডরেস্টের প্রয়োজন রয়েছে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির। তাই বুধবার কলকাতার সিবিআই দফতরে আসেননি অনুব্রত। সূত্রের খবর, আইনজীবী মারফত সিবিআইয়ের কাছে ১৪ দিন সময় চেয়েছেন তিনি। অর্শের সমস্যা ভোগাচ্ছে তাঁকে। তার উপর শ্বাসকষ্ট, মানসিক উদ্বেগ, অস্থিরতা ইত্যাদিতে ভুগছেন অনুব্রত বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, সোমবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। কিন্তু সেদিন কলকাতায় এলেও নিজাম প্যালেসে যাননি তিনি। বরং পৌঁছে গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। যদিও চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে জানিয়ে দেন, হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজনীয়তা নেই। তখন অনুব্রত বোলপুরের বাড়িতে চলে যান। আর বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক তৃণমূল কংগ্রেস নেতার বেডরেস্টের প্রয়োজন রয়েছে বলে প্রেসক্রিপশনে উল্লেখ করেন। যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে।

বন্ধ করুন