কলকাতার ফুটপাতে হকার বসা নিয়ে সমস্যা দীর্ঘ কয়েক দশকের। বছরের পর বছর এই নিয়ে কিছু করতে পারেনি পুরসভা। এই সমস্যা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। নিচু তলার পুলিশের দিকে আঙুল তুলে হাতিবাগানের হকার সমস্যা নিয়ে ফিরহাদ বলেন, ‘স্থানীয় থানার মদত ছাড়া হকাররা এভাবে ফুটপাতে বসতে পারে না। আমার কাছে প্রমাণ না থাকলেও আমি শুনেছি যে কিছু কিছু হকার ইউনিয়ন এবং পুলিশের একটি মান্থলি সিস্টেম আছে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। কারণ যদি একটি বড় দুর্ঘটনা ঘটে যায়, তখন আমরা সবাই বিপদে পড়ব।’
মেয়র ফুটপাতে হকার বসা নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে একটি চিঠি পাঠিয়েছেন। এই নিয়ে শুক্রবার ফিরহাদ বলেন, ‘আমি বিশ্বাস করি না, উপর তলার কোনও পুলিশ আধিকারিক এর (দুর্নীতি) সঙ্গে জড়িত আছেন। তবে নিচু তলার অফিসাররা এটা করছেন।’ মেয়র এদিন বলেন, ‘প্রত্যেক মার্কেটের ব্যবসায়ীরা এসে আমাকে ডেপুটেশন দিচ্ছে। বলছে, আমরা ট্রেড লাইসেন্সের জন্য টাকা দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, আমাদের দোকানের সামনের জায়গা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা ব্যবসা করব কী করে?’
এদিকে হকারদের প্রতি সুর নরম করে ফিরহাদ এদিন বলেন, ‘আমিও হকারের পক্ষে। আমরাও হকার আন্দোলন করেছি।’ তবে মেয়র বলেন, ‘সবকিছুর একটা সিস্টেম আছে। ফুটপাতের এক-তৃতীয়াংশ জায়গায় হকার বসবে। দুই-তৃতীয়াংশ জায়গা খালি থাকবে। আমি যেখানে ইচ্ছে হকার বসিয়ে দেব… এটা হতে পারে না। পুলিশকে কড়া হতে হবে। এটার জন্যই বিনিত গোয়েলকে আমি চিঠি দিয়েছি।’ মেয়র আক্ষেপের সুরে বলেন, ‘আমার কাছে ঢাল নেই, তরোয়াল নেই। আমি নিধিরাম সর্দার। আদালতে আমাদের (রাজনীতিবিদ) প্রভাবশালী তকমা দেওয়া হয়ে থাকে। তবে আমরা এমনই প্রভাবশালী যে পুলিশকে বললে কথা শুনছে না।’ এই সমস্যআ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ারও ইঙ্গিত দেন ফিরহাদ।