বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Gold Prices in Kolkata: বুধবার কমে গেল সোনার দাম, হেরফের হল না রুপোর, বাজার বন্ধের সময় কত হল দর?

Gold Prices in Kolkata: বুধবার কমে গেল সোনার দাম, হেরফের হল না রুপোর, বাজার বন্ধের সময় কত হল দর?

বুধবার কলকাতায় কমল সোনার দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

Gold and Silver Prices in Kolkata on 18th May 2022: আজ (বুধবার) কলকাতার বাজারে কমে গেল সোনার দাম। তবে রুপোর দামের কোনও হেরফের হল না। বুধবার বাজার বন্ধের সময় কলকাতায় সোনা এবং রুপোর দাম কত থাকল, তা জেনে নিন। 

বুধবার কলকাতায় কমল সোনার দাম। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম ২৫০ টাকা কমেছে। ১০ গ্রাম হলমার্ক সোনার গয়না (২২ ক্যারাট) এবং গয়না সোনা (২২ ক্যারাট) সোনার দাম কমে গিয়েছে ২০০ টাকা। রুপোর দাম অবশ্য অপরিবর্তিত আছে।

বুধবার কলকাতায় বাজার বন্ধের সময় সোনা এবং রুপোর দাম কত থাকল, তা দেখে নিন -

• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫১,১০০ টাকা (আগে ছিল ৫১,৩৫০ টাকা)।

• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪৮,৫০০ টাকা (আগে ছিল ৪৮,৭০০ টাকা)।

• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৪৯,২৫০ টাকা (আগে ছিল ৪৯,৪৫০ টাকা)। 

• এক কিলোগ্রাম রুপোর বাট - ৬১,৭০০ টাকা (আগে ছিল ৬১,৭০০ টাকা)।

• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৬১,৮০০ টাকা (আগে ছিল ৬১,৮০০ টাকা)।

(ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখানে)

ভারতের বাজারে সোনা এবং রুপোর দাম

বুধবার ভারতের বাজারে কমেছে সোনার দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১৬ টাকা বা ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫০,১৫৭ টাকা। রুপোর দাম অবশ্য বেড়েছে। এক কিলোগ্রাম রুপোর দাম ৬১ টাকা বা ০.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১,২১৭ টাকা।

ভারতে সোনার দামের ইতিবৃত্ত

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে একটা সময় ভারতীয় বাজারে সোনার দাম ক্রমশ বাড়ছিল। গত মার্চের শুরুর দিকে তো ১০ গ্রাম হলুদ ধাতুর দাম ৫৬,০০০ টাকার স্তরে পৌঁছে গিয়েছিল। ভারতের বাজারে রেকর্ড তৈরি করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়ছিল। যদিও ৫৬,১৯১ টাকার রেকর্ড অক্ষত থেকে গিয়েছে। বরং গত দু'মাসে সোনার দাম অনেকটা কমে গিয়েছে।

বন্ধ করুন