নিয়োগ দুর্নীতি ফের বিস্ফোরক কুন্তল ঘোষ। এবার তাঁর দাবি, উত্তরবঙ্গের এক প্রভাবশালী নেতার PA-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গোপাল দলপতির স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত ৩৯ লক্ষ টাকা ঢুকেছিল। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতিতে গোপালের স্ত্রীর অ্যাকাউন্টে ৬১ লক্ষ টাকা ঢুকেছিল বলে দাবি কুন্তলের।
কুন্তলকে হেফাজতে নেওয়ার পর মঙ্গলবার নিজাম প্যালেসে গোপাল দলপতিকে তার মুখোমুখি বসিয়ে জেরা করেন সিবিআইয়ের গোয়েন্দারা। তখনই কুন্তল দাবি করেন, নিয়োগ দুর্নীতিতে উত্তরবঙ্গের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার PA-র অ্যাকাউন্ট থেকে গোপাল দলপতির স্ত্রীর অ্যাকাউন্টে ৩৯ লক্ষ টাকা ঢুকেছিল। সব মিলিয়ে গোপালের স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছিল ৬১ লক্ষ টাকা। গোপালের স্ত্রীর ওই অ্যাকাউন্টটি রয়েছে একটি বেসরকারি ব্যাঙ্কের নারিম্যান পয়েন্ট শাখায়। মঙ্গলবার গোপালের লিখিত বয়ান নিয়েছেন গোয়েন্দারা।
কেন গোপালের স্ত্রীর অ্যাকাউন্টে এই বিপুল টাকা ঢুকেছিল তার নথি নিয়ে বুধবার ফের তাঁকে হাজিরা দিতে বলেছেন সিবিআইয়ের গোয়েন্দারা। তদন্তকারীরা জানাচ্ছেন, নিয়োগ দুর্নীতিতে তাপস মণ্ডলের ডান হাত হিসাবে কাজ করতেন গোপাল দলপতি। চাকরিপ্রার্থীদের সঙ্গে SSC-র কর্তাদের যোগাযোগ করিয়ে দিতেন তিনি। এমনকী চাকরির সুপারিশ করা ও আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। চাকরিপ্রার্থীদের থেকে টাকা সংগ্রহ করে নিয়োগকর্তাদের কাছে পাঠিয়ে দিতেন তিনি। তাই প্রথম থেকেই নিজেকে ও গোপালকে আড়াল করতে মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছেন তাপস। কিন্তু কুন্তলের বয়ানে শেষ পর্যন্ত প্রকাশ্যে আসতে বাধ্য হয়েছেন গোপাল। এবার দেখার, তাপস মণ্ডলের পর তাকেও সিবিআইয়ের তদন্তকারীরা গ্রেফতার করেন কি না।