বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কীভাবে শক্তি বাড়াবে যাদবপুরের অ্যান্টি র‍্যাগিং কমিটি, এখনও নেই কোনও সদুত্তর

কীভাবে শক্তি বাড়াবে যাদবপুরের অ্যান্টি র‍্যাগিং কমিটি, এখনও নেই কোনও সদুত্তর

ফাইল ছবি (HT_PRINT)

ইতিমধ্যেই ইউজিসির প্রতিনিধি কমিটি এনিয়ে বিশ্ববিদ্যালয়কে বেশ কিছু পরামর্শ দিয়েছে। সেখানে কতজনকে রাখতে হবে? কীভাবে কাজ করবে এই অ্যান্টি র‍্যাগিং কমিটি? ইতিমধ্যেই সে সম্পর্কে নির্দেশিকা বিশ্ববিদ্যালয়কে দিয়েছে ইউজিসি। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল গোটা কলকাতা। এই ঘটনায় উঠে এসেছিল র‍্যাগিংয়ের তত্ত্ব। তারপরেই ছাত্রমৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় র‍্যাগিং রুখতে পদক্ষেপ করে। ছাত্র মৃত্যুর ঘটনার পরেই বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটির শক্তি বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছিল। তাতে সমর্থন করেছিল সবপক্ষই। কিন্তু, এক মাস কেটে যাওয়ার পরেও এখনও পর্যন্ত সেই কাজ এগোয়নি। সেই লক্ষ্যেই অ্যান্টি র‍্যাগিং কমিটির শক্তি বৃদ্ধি নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, সেই বৈঠক এখনও হয়নি। দ্রুত সেই বৈঠক হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ।

আরও পড়ুন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে খুনের হুমকি দিলেন অধ্যাপক, দায়ের অভিযোগ

ইতিমধ্যেই ইউজিসির প্রতিনিধি কমিটি এনিয়ে বিশ্ববিদ্যালয়কে বেশ কিছু পরামর্শ দিয়েছে। সেখানে কতজনকে রাখতে হবে? কীভাবে কাজ করবে এই অ্যান্টি র‍্যাগিং কমিটি? ইতিমধ্যেই সে সম্পর্কে নির্দেশিকা বিশ্ববিদ্যালয়কে দিয়েছে ইউজিসি। প্রসঙ্গত, র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কড়া মনোভাবের অভাব রয়েছে বলে সাম্প্রতিক ইউজিসি প্রশ্ন তোলে। তারপরেই অ্যান্টি র‍্যাগিং কমিটির শক্তি বৃদ্ধির প্রস্তাব আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অ্যান্টি র‍্যাগিং কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। তাছাড়া প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের আলাদা কোন হস্টেলে রাখা হবে? সে বিষয়টিও খতিয়ে দেখছে অ্যান্টি র‍্যাগিং কমিটি। অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ইউজিসির গাইড লাইন মেনে অ্যান্টি র‍্যাগিং কমিটি কাজ করছে।

যাদবপুরের ঘটনা পরেই হস্টেলগুলিতে ছাত্রদের রাখার বিষয়ে অনীহা তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। তাঁরা আর চাইছেন না কোনও ঝুঁকি নিতে। ফলে এই অবস্থায় অনেকেই চাইছেন তাঁদের ছেলেদের মেসে রাখতে। সেখানে তুলনামূলকভাবে খরচ বেশি হলেও র‍্যাগিংয়ের বিষয়টি নেই। অনেক মেস মালিকদের দাবি, সেখানে সিসিটিভিও রয়েছে। ফলে অনেক অভিভাবকের দাবি ছাত্ররা হস্টেলের থেকে মেসে বেশি নিরাপদ।  অন্যদিকে, অ্যান্টি র‍্যাগিং কমিটির শক্তি বৃদ্ধির প্রসঙ্গে অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, এখনও কমিটির শক্তি বৃদ্ধি নিয়ে কোনও বৈঠক হয়নি। দ্রুতই এ বিষয়ে বৈঠক হবে। যদিও কবে বৈঠক ভাবে সে বিষয়টি নির্দিষ্টভাবে জানাননি। তবে এই কমিটি কাজ শুরু করে দিয়েছে বলেই তিনি জানিয়েছেন।

বাংলার মুখ খবর

Latest News

এবার আসছে নয়া কর সিস্টেম, এলাকাভিত্তিক সম্পত্তি কর পুরসভায়, কবে থেকে চালু? মমতার উৎসবে ফেরার বার্তায় ‘না’, স্বস্তিকা-কিঞ্জলদের ছবি বয়কটের ডাক ছাত্রনেত্রীর বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা, কৃষ্ণ কল্যাণী সরলেন কেন? ‘দেবাংশু, আমার প্রিয় আইসক্রিম’, তৃণমূল নেতাকে চরম ট্রোল করলেন CPIM-র শতরূপ! INDI জোট নাকি INDIA জোট… কোনটা ঠিক? US-এ রাহুল উত্তর দিতেই মশকরার মুডে বিজেপি কাশ্মীরে কী যে ভয় লাগছিল!মন্ত্রী থাকার সময়ের অভিজ্ঞতা জানিয়েই দিলেন কংগ্রেস নেতা নাইট তারকার হাতে বাগডোর, বুধবার ইংল্যান্ডের হয়ে T20 অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের ‘‌টালা থানায় তিনজন এফআইআর‌ দেখতে এসেছিল’‌, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বন্ধুরদাবি দুধ চা খান? একটু বেশি খেয়ে ফেললেই কী মারাত্মক ক্ষতি হতে পারে, ভাবতে পারবেন না আরজি কর নিয়ে আর কোনও বিবৃতি নয়, বলবেন শুধু মমতা, নির্দেশ মন্ত্রিসভার বৈঠকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.