আবার বাড়ল রেশনের কেরোসিনের দাম। দুর্গাপুজোর প্রাক্কালে অক্টোবর মাসে লিটারে সাড়ে ৪ টাকা দাম বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। জুন মাসের পর থেকে এখনও পর্যন্ত দফায় দফায় দাম বৃদ্ধি পেয়েছে লিটারে মোট ২১ টাকা। আর তার জেরে গ্রাহকদের এখন প্রতি লিটার কেরোসিন ৮০ টাকার বেশি দামে কিনতে হবে বলে খবর। অত্যন্ত গরিব মানুষই কেরোসিন তেল কেনেন। বিশেষ করে যাঁদের রান্নার গ্যাস কেনার ক্ষমতা নেই। সরকারি সূত্রে খবর, চাহিদা কমেছে বলে অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই–সেপ্টেম্বর) রাজ্যের মোট বরাদ্দের ৬০ শতাংশ কেরোসিন তেল তোলা হয়নি। এবার বেড়ে গেল দাম।
এদিকে কেরোসিন কিনতে না পারা মানুষজন কাঠ পুড়িয়ে রান্না করতে বাধ্য হচ্ছেন। পরিবেশবিদরা মনে করছেন, এই কাঠ–পাতা পুড়িয়ে রান্নার জেরে ক্ষতি হচ্ছে দু’ভাবে। এক, সরাসরি পরিবেশ দূষণ হচ্ছে। দুই, ধোঁয়ার মধ্যে রান্নার করলে শারীরিক ক্ষতি হচ্ছে মহিলা ও শিশুদের। গাছ পুরনো হলে তাতে কার্বনের মাত্রা বাড়ে। সেই কাঠ পোড়ালে কার্বন–ডাই–অক্সাইড বেরিয়ে বাতাস মিশে পরিবেশ দূষণ করে। আর সেই বিষাক্ত ধোঁয়া মহিলা এবং শিশুদের নানা অসুখের কারণ হয়ে দাঁড়ায়। সুন্দরবন বাঁচাতে বহু ম্যানগ্রোভ গাছ বসাচ্ছে রাজ্য সরকার। সেখানে গাছ কেটে সেই কাঠ দিয়ে রান্না করছেন গ্রামীণ মানুষজন।
অন্যদিকে এই কাঠে রান্না করে অসুস্থ হয়ে পড়ছেন বহু মহিলা ও শিশু। শিশুরা বাড়িতে থাকে। আর এই ধোঁয়া তাদের ভিতরেও প্রবেশ করছে। ফলে অসুস্থ হচ্ছে বাচ্চারা। বাড়ির মহিলা ও শিশুদের স্বাস্থ্যরক্ষা হচ্ছে না। কেন্দ্রীয় সরকার গরিব পরিবারগুলির জন্য ‘উজ্জ্বলা’ প্রকল্পে রান্নার গ্যাসের সংযোগ দিয়েছিল। কিন্তু তা নিতে পারছেন না অনেকে বলে অভিযোগ। ফলে ভরসা সেই কাঠে রান্না। আর তার ফলেই বাতাস দূষিত হচ্ছে বলে মনে করছেন পরিবেশকর্মীরা। এই প্রকল্পে সিলিন্ডারের দাম কিছুটা কম। তারপরও সব গরিব পরিবার সেটা কিনতে পারছে না।
আরও পড়ুন: মন্ত্রী–মেয়র দুটি পদে ফিরহাদ কেমন করে? প্রশ্ন তুলে রাজ্য সরকারকে চিঠি রাজ্যপালের
আর কী জানা যাচ্ছে? এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে লাগাতার আন্দোলন করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। সদ্য ২০০ টাকা দাম কমেছে রান্নার গ্যাসের। তাও প্রায় হাজার টাকার কাছাকাছি দাম। তার মধ্যে বাড়ল কেরোসিনের দাম। এই বিষয়ে কেরোসিন ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত বলেন, ‘বাংলা–সহ গোটা দেশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উজ্জ্বলা প্রকল্পে সিলিন্ডার কেনার প্রবণতা অত্যন্ত কম। কেন্দ্রীয় সরকার কেরোসিনের দাম কম রাখলে গরিব মানুষ একটু বাঁচত। বিচারপতি বিবেক চৌধুরী কেরোসিনের দাম নির্ধারণের নির্দিষ্ট নীতি তৈরির জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন। তারপরও অস্বাভাবিক হারে কেরোসিন তেলের দাম বাড়াল কেন্দ্র।’