বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বৈঠকে বসল তৃণমূলের নবগঠিত শৃঙ্খলা রক্ষা কমিটি, আলোচনা হল সৌগত-কুণালকে নিয়ে

বৈঠকে বসল তৃণমূলের নবগঠিত শৃঙ্খলা রক্ষা কমিটি, আলোচনা হল সৌগত-কুণালকে নিয়ে

কুণাল ঘোষ ও সৌগত রায় 

কমিটির সদস্য হলেও গতকালকের বৈঠকে অনুপস্থিত ছিলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

রাজ্যের এক বিধানসভা ও এক লোকসভা আসনের উপনির্বাচনে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। এই আবহে শবিনার বৈঠকে বসে তৃণমূলের নবগঠিত শৃঙ্খলারক্ষা কমিটি। নয়া কমিটির এটাই প্রথম বৈঠক। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কমিটির সদস্য হলেও গতকালকের বৈঠকে তিনি অনুপস্থিত ছিলেন। জানা গিয়েছে, বৈঠকে কুণাল ঘোষ ও সৌগত রায়ের কিছু মন্তব্য নিয়ে জমা পড়া অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত আকারে জানানো হয়েছে। এই আবহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের সুপ্রিমোই।

জানা গিয়েছে বৈঠকে কমিটির সম্মুখে নিজের বক্তব্য পেশ করেন পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি পার্থবাবুকে বিঁধে বারংবার মন্তব্য পেশ করেছেন দলীয় মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। এদিকে পরপর নারী ধর্ষণের ঘটনাকে রাজ্যের জন্য ‘লজ্জা’ আখ্যা দিয়ে দলকে বিড়ম্বনায় ফেলেছেন বর্ষীয়ান সাংসদ সৌদত রায়। তাঁকে নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে পার্থকে নিশানা করে শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছিলেন, ‘এসব ঘটনা ব্রাত্য বসু জমানা ঘটেনি। তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ই যাবতীয় ব্যাখ্যা দিতে পারবে।’ এদিকে পার্থ চট্টোপাধ্যায় কয়েকদিন আগেই জীবিত মনমোহন সিংয়ের ‘মৃত্যু’তে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলেছিলেন। সেই ঘটনাতেও পার্থবাবুর নাম না নিয়ে কুণাল ঘোষ তাঁকে ক্ষমা চাইতে বলেছিলেন। এই আবহে পার্থ-কুণাল দূরত্ব মেটাতে কুণালকে পার্থবাবুর বাড়িতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দলের তরফে। সেই মতো কুণাল পার্থবাবুর বাড়িতে গেলেও তাঁদের মধ্যে কোনও কথা হয়নি। পার্থবাবুর এক আত্মীয়ের মৃত্যুতে সেখানে শোকের পরিবেশ থাকায় কথা হয়নি বলে জানান কুণাল ঘোষ।

এদিকে এর আগে গত বৃহস্পতিবার সৌগত রায় বলেন, 'রাজ্যে মহিলা নির্যাতনের ঘটনা নিয়ে সকলেই চিন্তিত। এখানে একদম জিরো টলারেন্স দেখাতে হবে। কখনও কোনও ঘটনা ঘটলে, কঠোরতম ব্যবস্থা নিতে হবে। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, তাঁর নেতৃত্বে একটা ঘটনাও যদি ঘটে, তবে সেটা আমাদের সকলের পক্ষে খুব লজ্জার হবে। আমি আশা করব, পুলিস-প্রশাসন সেদিকে নজর দেবে।' এই মন্তব্যের পর বেশ অস্বস্তিতেই পড়ে তৃণমূল কংগ্রেস। শাসক দল পরিস্থিতিকে ‘স্বাভাবিক’ দেখাতে চাইলেও সাংসদের কথার সুর তাতে মেলেনি। সেই নিয়ে আলোচনা হয় শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে।

বাংলার মুখ খবর

Latest News

'মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করতে হবে' বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের 'আই লাভ ইউ!' ইলন মাস্কের ডিপফেক ভিডিয়ো কল মহিলাকে, হাওয়া হয়ে গেল ৪০ লাখ কেমন কাটবে আগামিকাল? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জেনে নিন ২৭ এপ্রিলের রাশিফল শাহজাহানের ডেরায় সিবিআই তল্লাশিতে পাওয়া গেল পুলিশের রিভলভার ও বিদেশি পিস্তল জন্মদিনে মেয়ের সামনেই শোভনকে চুমু, প্রণামও করলেন বৈশাখী বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং আবারও একসঙ্গে ফিরছেন CID-র দয়া ও অভিজিৎ, জানুন কবে, কখন এবং কোথায়? IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের জ্ঞানবাপী সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন, সেই বিচারপতির কাছেই বিদেশ থেকে হুমকি ফোন!

Latest IPL News

বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.