যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। এই ঘটনায় সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের নিরাপত্তা নিয়ে। নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে। হস্টেলে প্রাক্তনী বা বহিরাগতরা যাতে কোনওভাবে ঢুকতে না পারে তার জন্য এবার কড়া পদক্ষেপ করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজ সোমবার থেকে যাদবপুর হস্টেলে লগ বুক চালু করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেক্ষেত্রে হস্টেলে ঢুকতে বা বের হতে গেলে লগ বুকে বাধ্যতামূলকভাবে সই করতে হচ্ছে। সেক্ষেত্রে নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: স্বপ্নের যাদবপুর যেন বিভাষিকা! পুরনো কলেজে ফিরলেন পড়ুয়া, ছাড়তে মরিয়া আরও ১ জন
র্যাগিংয়ের ফলে প্রথম বর্ষের পড়ুয়ারা মৃত্যুর ঘটনার পরে যাদবপুরের প্রাক্তনীদের হোস্টেল ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ কারণ সেক্ষেত্রে প্রাক্তনীদের বিরুদ্ধেই র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। ইতিমধ্যে, ছাত্র মৃত্যুর ঘটনায় বেশ কয়েকজন প্রাক্তনী গ্রেফতার হয়েছে। তারপরেই হস্টেলের আবাসিকদের নিরাপত্তার জন্য লগবুক চালু করার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর কর্তৃপক্ষ। শুধু বহিরাগত বা প্রাক্তনী নয় এক্ষেত্রে আবাসিকদেরও ঢোকা এবং বেরোনোর সময় লগ বুকে সই করতে হচ্ছে। যদিও কর্মীরা ঢোকার সময় পরিচয় পত্র দেখাচ্ছেন না। তবে সে ক্ষেত্রে এমন কোনও নিয়ম নেই বলেই দাবি নিরাপত্তারক্ষীদের। তাদের দাবি, অনেক ছাত্র সই করছেন আবার অনেকে সই করছে না। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন, এখনই কোনও কড়া পদক্ষেপ উচিত নয়। তবে নিরাপত্তা বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে উপাচার্য বিজেপি পন্থী বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে উপাচার্য বলেছেন, ‘আমাকে নিয়ে যারা অন্য কিছু ভাবছে তারা নন একাডেমিক।’ অন্যদিকে, দায়িত্ব পাওয়ার পরেই বিশ্ববিদ্যালয় চত্বরকে আগাছা মুক্ত করার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য।
এদিকে, বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি নিয়ে উপাচার্যের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। তিনি সিসিটিভি বসানোর পক্ষে নন। উল্লেখ্য, গত ৯ অগস্ট বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে যায় বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সেই ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ ওঠে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনা নিয়ে এখনও তোলপাড় রাজ্য রাজনীতি।