বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘মমতা রাজ্যের বাইরে জনগণের কাছে অপ্রাসঙ্গিক’ কালো পতাকা প্রসঙ্গে খোঁচা সুকান্তর

‘মমতা রাজ্যের বাইরে জনগণের কাছে অপ্রাসঙ্গিক’ কালো পতাকা প্রসঙ্গে খোঁচা সুকান্তর

কলকাতা আন্তর্জাতিক বইমেলাই সুকান্ত মজুমদার। নিজস্ব ছবি।

সুকান্তর কটাক্ষ, ‘ওনার হিন্দু ধর্ম শাস্ত্র সম্পর্কে জ্ঞান আছে বলে আমার মনে হয় না। কারণ উনি বহুবার সংবাদমাধ্যমের সামনে ভুলভাল মন্ত্রপাঠ করেছেন।’

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচারে বারাণসীর জনসভা থেকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছিলেন, বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে ভয় পাচ্ছে। বারাণসীতে তাঁকে কালো পতাকা দেখানো প্রসঙ্গে একই দাবি করেছিলেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। এবার এই নিয়ে পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার বাইরে রাজনৈতিক নেতাদের কাছে প্রাসঙ্গিক হলেও জনগণের কাছে অপ্রাসঙ্গিক। কেউ কাউকে কালো পতাকা দেখাতেই পারে। আমরা বিজেপির নেতারাও বহুবার কালোপতাকার সম্মুখীন হয়েছি। নতুন কিছু নয়। আমাদের পূর্বতন সভাপতি দিলীপ ঘোষের গাড়ির কাঁচ যে কতবার ভাঙা হয়েছে তা এখন আর মনে রাখা সম্ভব নয়। আমরা পশ্চিমবঙ্গে এসব দেখতে অভ্যস্ত।’

অন্যদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করে বারাণসী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সন্ন্যাসীর বেশে থাকলে সন্ন্যাসী হওয়া যায় না।’ এ প্রসঙ্গে সুকান্তর কটাক্ষ, ‘ওনার হিন্দু ধর্ম শাস্ত্র সম্পর্কে জ্ঞান আছে বলে আমার মনে হয় না। কারণ উনি বহুবার সংবাদমাধ্যমের সামনে ভুলভাল মন্ত্রপাঠ করেছেন।’ বৃহস্পতিবার কলকাতা বইমেলায় ২৪৫ নম্বর ‘জনবার্তা স্টলে’ যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এভাবেই তৃণমূলকে নিশানা করেন।

বন্ধ করুন